কলকাতা: ডিএ (মহার্ঘভাতা) দাবিতে কর্মবিরতি রাজ্য সরকারি কর্মীদের। সোমবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই বিক্ষোভ কর্মসূচিকে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি সমর্থনের কথা ঘোষণা করেছে। কর্ম বিরতির কথা জানাতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ২০০৯ থেকে এখনও পর্যন্ত এআইসিপিআই অনুসারে বকেয়া মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে সংগঠন। এছাড়াও সমস্ত শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়েছে সংগঠন।
সংগঠনের সদস্যরা জানিয়েছেন, এ দিন অফিসে গিয়ে সই করলেও তাঁরা কোনও কাজ করবেন না। ছুটি নিলেও জেলায়-জেলায় কর্মীদের মিছিলের নির্দেশ দিয়েছে সংগঠন।তবে হাসপাতালের মতো যে সকল জরুরি পরিষেবা রয়েছে সেগুলি চালু থাকবে বলে জানা গিয়েছে।
এ দিন ধর্মতলার ধর্নামঞ্চে প্রচুর কর্মচারিরা যোগ দিয়েছেন। তাঁরা ক্রমাগত স্লোগান তুলেছেন। তাঁদের একটাই দাবি বকেয়া ডিএ দিতে হবে ও নিয়োগের ক্ষেত্রে সচ্ছতা বজায় রাখতে হবে। পাশাপাশি তাঁরা অনশনেও সামিল হয়েছে। আজকে তাঁদের অনশনের চারদিন। এদিন সরকারি কর্মীরা হুঁশিয়ারিও দিয়েছেন যদি তাঁরা বকেয়া ডিএ না পান তাহলে সরকারকে তাঁরা অচল করে দেবেন। অর্থাৎ সরকারি অফিসে কোনও কাজ হবে না। এক আন্দোলনকারী বলেন, “১৮ দিন ধরে অবস্থান করছি। যদি দাবি পূরণ না হয় তাহলে অনশন চলবে। যতদিন না বকেয়া টাকা পাব এই আন্দোলন চলবে। এই টাকা আমাদের প্রাপ্য। আমরা বলছি না আমাদের মাইনে বাড়িয়ে দাও। যেখানে হাইকোর্টের রায় রয়েছে সেখানে কেন আমরা বকেয়া টাকা পাব না।”
এই বিষয়ে বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন, “সরকারি কর্মীদের কথা কেউ শোনেনি। একদিন না একদিন বিস্ফোরণ হবেই। রাজ্যের মানুষ একসময় ক্ষেপে যাবেন। আজ যদি এই কর্মচারিরা পেন ডাউন করেন তাহলে গোটা রাজ্যের কী হবে?”
শুধু কলকাতা নয়, গোটা জেলার একই চিত্র। এ দিন, ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আসানসোল আদালত চত্বরে কর্মবিরতি পালন চলে। বকেয়া ডিএ এর দাবিতে আদালতের কর্মীদের কর্মবিরতি পালন। সোমবার সপ্তাহের প্রথম দিনেই আদালত চত্বরে জমায়েত করে কর্মবিরতি পালন চলছে।এই কর্মবিরতির মাধ্যমে তাদের দাবি অবিলম্বে বকেয়া ডিএ প্রদান করতে হবে। দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে।
অপরদিকে, বারাসত আদালতের গোটা লবি ফাঁকা। সকাল ১০টায় কর্মচারিরা এলেও তাঁরা কাজ করছেন না। দীর্ঘদিন তাঁরা ডিএ পাননি। তাই তাঁরা আজ কাজ করবেন না। এক কর্মচারি বলেন, “সংগ্রামী যৌথ মঞ্চের সমর্থনে কর্মবিরতি পালন করছি। আমরা সারাদিন কোনও কাজ করব না।”
ডিএ এর দাবিতে কর্মবিরতি বহরমপুরেও। মুর্শিদাবাদ জেলা আদালতে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির পক্ষ থেকে ডিএ এর দাবিতে কর্মবিরতি পালন করা হচ্ছে। পাশাপাশি ১৯ দফা দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান আদালত চত্বরে। মেলা খেলা সবই হলো ডিএড টাকা কোথায় গেল এছাড়াও বিভিন্ন গান ও স্লোগানের মাধ্যমে তাঁরা এই বিক্ষোভ দেখান।
মেলা খেলা সব হচ্ছে, কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলায় বেনিয়ম হচ্ছে আর সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে গেলে সরকার আদালতে যাচ্ছে। এরই প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে দুর্গাপুরের সিটি সেন্টারে মহকুমা শাসকের দফতরের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে সারাদিন কর্মবিরতি পালন রাজ্য সরকারি কর্মচারীদের । যৌথ সংগ্রামী মঞ্চের ব্যানারে সোমবার আন্দোলনকারীরা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। দাবি একটাই অবিলম্বে সুদ সহ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। নচেৎ আরও বড় আন্দোলনে সামিল হবেন তারা।