প্রয়াত কবি শঙ্খ ঘোষ, বাংলায় শোকের ছায়া
গত সপ্তাহেই কোভিড (COVID) আক্রান্ত হয়েছিলেন শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। প্রবীণ কবির মৃত্যুতে শোকের ছায়া দুই বাংলায়।
কলকাতা: চলে গেলেন কবি শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। প্রবীণ কবির মৃত্যুতে শোকের ছায়া দুই বাংলায়। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল একটা বর্ণময় অধ্যায়। জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত কবি শঙ্খ ঘোষ আজ সকালে তাঁর বাসভবনে প্রয়াত হন। ১৪ এপ্রিল কোভিডে (COVID) আক্রান্ত হয়েছিলেন তিনি। গতকাল রাত থেকে তাঁর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হয়। আজ সকালে ভেন্টিলেটরে দেওয়া হয় তাঁকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। সাড়ে এগারোটায় খুলে নেওয়া হয় ভেন্টিলেটর।
১৪ এপ্রিল কোভিড রিপোর্ট পজেটিভ আসার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। গত বছর ফেব্রুয়ারিতে বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শঙ্খ বাবু। তারপর সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও নিয়মিত চিকিৎসা চলছিল। তবে কয়েকদিন ধরে জ্বর ও পেটের সমস্যা চলছিল তাঁর।
কবি শঙ্খ ঘোষের প্রয়াণে সাহিত্য জগতে শোকের ছায়া। করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়ে নিল কিংবদন্তি কবির। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। কবির প্রয়াণে বালুরঘাটে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।