বাংলা ভাগ প্রশ্নে পদ্ম শিবিরের অবস্থান স্পষ্টই করে ফেললেন দিলীপ ঘোষ!

কলকাতা: বাংলা ভাঙার কথা বলছে না বিজেপি। দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তাঁর মতে, গোর্খাল্যান্ডের দাবিকে বাঁচিয়ে রাখার পিছনে দায়ী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বার্লার বঙ্গ বিভাজন মন্তব্যে এখন অস্বস্তিতে বিজেপি। এরই মধ্যে জঙ্গলমহলকে নিয়ে পৃথক রাজ্যের দাবি তুলতে শুরু করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। রাজনৈতিক […]

বাংলা ভাগ প্রশ্নে পদ্ম শিবিরের অবস্থান স্পষ্টই করে ফেললেন দিলীপ ঘোষ!
অলংকরণ: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jun 23, 2021 | 7:19 AM

কলকাতা: বাংলা ভাঙার কথা বলছে না বিজেপি। দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তাঁর মতে, গোর্খাল্যান্ডের দাবিকে বাঁচিয়ে রাখার পিছনে দায়ী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

বার্লার বঙ্গ বিভাজন মন্তব্যে এখন অস্বস্তিতে বিজেপি। এরই মধ্যে জঙ্গলমহলকে নিয়ে পৃথক রাজ্যের দাবি তুলতে শুরু করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে বাংলা-ভাগের রাজনীতি করছে বিজেপি? এই দাবি নস্যাৎ করে ‘অখণ্ড পশ্চিমবঙ্গের’ পক্ষেই সওয়াল করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, “বাংলা ভাঙার কথা কে বলেছেন? যদি কেউ করে থাকেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিঙে আন্দোলনের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। তিনি পার্বত্য পরিষদ যে এগ্রিমেন্ট করেন, সেখানে যে গোর্খাল্যান্ডের দাবি ছিল, সেটাকে অস্বীকার করা হয়নি। সেটাকে বাঁচিয়ে তিনিই সই করেছিলেন। বিজেপি তো করেনি। আজকে আমাদের বিচ্ছিন্নতাবাদী বলা হচ্ছে!”

বিমল গুরুঙ প্রসঙ্গ নাম না করে বলেন, “যে নেতার সঙ্গে ওঁরা ঘর করেছিলেন, সেই নেতা যখন আমাদের সঙ্গে এসেছিলেন, তখন আমরা বিচ্ছিন্নতাবাদী হয়ে গিয়েছিলাম। এখন আবার তিনি ওঁর আঁচলের তলায় লুকিয়ে রয়েছেন। ৭৪ টা কেস খেয়েছেন। সব চাপা পড়ে গেল। সব রাজনীতি। বাংলার মানুষ বোধহয় এগুলো বোঝেন। তাই উত্তরবঙ্গ জবাব দিয়েছে।”

দিলীপ ঘোষের সাফ কথা, “আমাদের কাছে তো পরিষ্কার হিসাব, আমরা কোনওদিনই বাংলা ভাগের পক্ষে ছিলাম না। এখনও নেই। তাই বঙ্গ বিভাজনের কোনও প্রশ্নই আসছে না।” এসবের মধ্যে নিজের অবস্থানে অনড়ই রয়েছেন বিতর্কের সূত্রপাত যিনি শুরু করেছিলেন, সেই বিজেপি সাংসদ জন বার্লা। উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবি তুলে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘লোকসভায় ভুল তথ্য দেওয়া বেআইনি’, নুসরতের বিরুদ্ধে অধ্যক্ষকে চিঠি বিজেপি সাংসদের

TV9 বাংলাকে আবারও বার্লা স্পষ্ট বললেন, “উত্তরবঙ্গে উন্নয়নি হয়নি। সন্ত্রাস হয়েছে। ভালো বিশ্ববিদ্যালয় নেই। রাজগঞ্জে এইমস হাসপাতাল হওয়ার কথা ছিল। সেই এইমস চলে গেল কল্যাণীতে। দিদি নির্বাচনের আগে একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু উন্নতির দেখা মেলেনি। কোথায় উন্নতি? সন্ত্রাস হয়েছে কেবল উত্তরবঙ্গে।”