কলকাতা: ৯ বছরের শিশুকে শারীরিক নির্যাতনের পর গলা কেটে খুন। শিশুর রহস্যমৃত্যু ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে জোড়াবাগান এলাকা। পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। পরিস্থিতি উত্তাল। ঘটনাস্থলে জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা। স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি। এলাকায় রয়েছেন বিদায়ী কাউন্সিলরও।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৯ বছরের ওই শিশুটি জোড়াবাগানের বৈষ্ণব শেঠ স্ট্রিটে মামাবাড়ি বেড়াতে এসেছিল। বুধবার সন্ধ্যা থেকেই তার খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, রাতেই থানায় খবর দেওয়া হয়। কিন্তু অভিযোগ, পুলিশের তরফ থেকে তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
আরও পড়ুন: ‘আমি মুখ খুললে বটগাছ নড়ে যাবে’, শুরুটা করেছিলেন মমতা, পর্দাফাঁস করলেন রাজীব
বৃহস্পতিবার সকালেই তার নগ্ন দেহ পড়ে থাকতে দেখেন বাড়ির সদস্যরা। মামাবাড়ির ঠিক পাশের বাড়ির চার তলার ছাদে তার গলা কাটা দেহ পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। বাড়ি থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়েছে।