কয়লা কাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে জারি হতে পারে রেড কর্নার
কয়লা কাণ্ডে (Coal Smuggling Case) বিনয় মিশ্রের (Vinay Mishra) বিরুদ্ধে আরও কড়া হচ্ছে সিবিআই।
কলকাতা: কয়লা কাণ্ডে (Coal Smuggling Case) বিনয় মিশ্রের (Vinay Mishra) বিরুদ্ধে আরও কড়া হচ্ছে সিবিআই। এবার তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফ্রান্সে ইন্টারপোলের সদর দফতরে পাঠানো হল বিনয় মিশ্রের বিস্তারিত তথ্য। তাঁর বিরুদ্ধে জারি হওয়া ওপেন ওয়ারেন্টের কপি এবং কেস ডিটেলস পাঠানো হয়েছে ইন্টারপোলের সদর দফতরে।
উল্লেখ্য, এর আগে সিবিআই-এর তরফে বিনয় মিশ্রের বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। মূলত এটা রেড কর্নার জারি করার আগের পদক্ষেপ। বিনয় মিশ্রের নাম উঠেছে এসেছে গরু পাচারের ক্ষেত্রেও। তবে এখনও পর্যন্ত তাঁর নাগাল পায়নি সিবিআই। মনে করা হচ্ছে দুবাইয়ে লুকিয়ে বিনয়। কালো টাকার বড় অংশ দুবাইয়ে সরানো হয়েছে বলে খবর।
দুবাই কানেকশনে বিনয় মিশ্রের সঙ্গে উঠে এসেছে গণেশ বাগারিয়ার নামও। কয়লা ও গরু পাচারের আরও এক অভিযুক্ত বাগারিয়া। ইতিমধ্যেই বাগারিয়ার বাঙুর অ্যাভিনিউয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার তাঁকে নোটিস পাঠায় সিবিআই।
আরও পড়ুন: আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু, থাকতে পারেন তিন কেন্দ্রীয় মন্ত্রী
গরু ও কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। বেশ কয়েকজনকে জেরাও করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই দুই মামলাতেই বিনয় মিশ্র জড়িত। তাই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করলেই জট খুলতে পারে। এর আগে জেরার জন্য বিনয় মিশ্রকে একাধিকবার সমন পাঠানো হলেও তা এড়িয়েছেন তিনি।