AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেডে মমতা, বাইরে তখন টেনে হিঁচড়ে কয়েকজন যুবক-যুবতীকে গাড়িতে তুুলল পুলিশ! তোলপাড় এসএসকেএম চত্বরও

খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট নিয়ে (Mamata Banerjee Injured In Nandigram ) হাসপাতালে ভর্তি। এরই মধ্যে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) দেখা গেল এক চিত্র, যা গোটা আবহের প্রেক্ষিতে ব্যতিক্রমীই বটে!

বেডে মমতা, বাইরে তখন টেনে হিঁচড়ে কয়েকজন যুবক-যুবতীকে গাড়িতে তুুলল পুলিশ! তোলপাড় এসএসকেএম চত্বরও
হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন অস্থায়ী শিক্ষকরা
| Updated on: Mar 11, 2021 | 5:07 PM
Share

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট নিয়ে (Mamata Banerjee Injured In Nandigram ) হাসপাতালে ভর্তি। সারা রাজ্য এখন নন্দীগ্রামের অপ্রীতিকর ‘সেই’ ঘটনায় তোলপাড়। বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের হেভিওয়েট নেতানেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে দেখতে আসছেন। মেডিক্যাল বুলেটিন করছেন চিকিৎসকরা। কিন্তু এরই মধ্যে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) দেখা গেল এক চিত্র, যা গোটা আবহের প্রেক্ষিতে ব্যতিক্রমীই বটে! হাসপাতালের সামনেই প্ল্য়াকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন এক দল যুবক-যুবতী। জানা যায়, তাঁরা চাকরি হারানো অস্থায়ী শিক্ষক। চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এসএসকেএম হাসপাতালে বিক্ষোভ দেখালেন তাঁরা।

বৃহস্পতিবার দুপুরে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে কার্যত বাটি হাতে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ তাঁদের প্রশ্ন করে, কেন হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা? কথাতে কাজ না হওয়ায় বিক্ষোভরত অস্থায়ী শিক্ষকদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কর্তব্যরত পুলিশকর্মীরা।

দেখা যায়, পুলিশের পায়ে পড়ে যান বিক্ষোভরত অস্থায়ী শিক্ষকরা। এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ তাঁদের প্রিজন ভ্যানে আটক করে তুলে নিয়ে যায়।

আরও পড়ুন: মমতার চোটের জের, ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের

উল্লেখ্য, মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, শুধু বাঁ পায়েই নয়, যন্ত্রণা রয়েছে মমতার মাথাতেও। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যবেক্ষণে রেখেছেন। চিকিৎসক জানিয়েছেন, পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মমতার। তাঁর মাথাতেও আঘাত রয়েছে। রক্তপরীক্ষা করা হয়েছে। সোডিয়ামের ঘাটতি রয়েছে মুখ্যমন্ত্রীর। এক্স-রে করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যানও করা হয়েছে। এখন বেশ কিছুদিন পায়ের ব্যান্ডেজ থাকবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।