
কলকাতা: চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ পুজো। প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যের ক্লাবে। গত কয়েক বছর আগেও যে ‘বাহারি’ পুজো ছিল ‘একমাত্র’ কলকাতার। তার বাহার এখন ছড়িয়েছে গোটা রাজ্যজুড়ে। গ্রাম বাংলার সাদামাটা দুর্গাপুজোতে লেগে গিয়েছে ‘থিমের রং’।
ওয়াকিবহাল মহল বলে, এই বাহারে অনেকটাই হাত রয়েছে রাজ্য সরকারের অনুদান প্রকল্পের। প্রতি বছর দুর্গাপুজোর আগে শহরের সমস্ত ক্লাব-সংগঠন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরেও তা বাদ পড়বে না। সূত্রের খবর, আগামী ৩১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে চলেছে পুজোর প্রস্তুতি পর্বের বৈঠক।
জানা গিয়েছে, শহরের সমস্ত ক্লাব-সংগঠনের কর্তারা ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রশাসনিক কর্তারাও। কলকাতা পুরসভা, দমকল, সিইএসসি, পুলিশ এবং স্বাস্থ্য-সহ প্রতিটি গুরুত্বপূর্ণ দফতরের কর্তারা আসতে চলেছেন ইন্ডোরে।
কিন্তু এই বছরের অনুদান কত হবে? সেই নিয়ে এখন নিশ্চিত কোনও তথ্য না মিললেও মুখ্যমন্ত্রীর গতবারের ভাষণেই আস্থা রেখেছেন ক্লাব কর্তৃপক্ষরা। গতবছরের পুজো-প্রস্তুতির বৈঠকে রাজ্যের প্রতিটি ক্লাবের জন্য দুর্গাপুজোর অনুদান বাবদ ৮৫ হাজার টাকা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই তিনি জানিয়ে দিয়েছিলেন, আগামী বছর অর্থাৎ এই বছর সব ঠিক থাকলে অনুদান বাবদ ক্লাবগুলিকে ১ লক্ষ টাকা প্রদান করা হবে। আপাতত সেই দিকেই তাকিয়ে কর্তারা।