বাংলার রেমডিসিভির কালোবাজারি মামলায় তদন্ত করতে চায় ইডি!

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 21, 2021 | 2:38 PM

অক্সিজেন সিলিন্ডার নিয়ে যে কালোবাজারি হয়েছিল, তারও তদন্ত করতে ইচ্ছা প্রকাশ করেছে ইডি। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে এই মামলা সংক্রান্ত এফআইআর কপি চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা।

বাংলার রেমডিসিভির কালোবাজারি মামলায় তদন্ত করতে চায় ইডি!
প্রতীকী চিত্র।

Follow Us

কলকাতা: করোনার ওষুধ রেমডিসিভির (Remdesivir) কালোবাজারির তদন্ত করতে চায় কেন্দ্রীয় সংস্থা। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাচার হয়েছিল রেমডিসিভির। সেই ওষুধ পাচার নিয়ে ২টি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ED)। সেই দুটি মামলার রিপোর্ট চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

করোনার জীবনদায়ী ওষুধ রেমডিসিভির নিয়ে দুর্নীতি মামলায় এবার তদন্ত করতে চায় ইডি। পার্কস্ট্রিট ও মানিকতলায় দুটি মামলা দায়ের হয়েছে। অক্সিজেন সিলিন্ডার নিয়ে যে কালোবাজারি হয়েছিল, তারও তদন্ত করতে ইচ্ছা প্রকাশ করেছে ইডি। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে এই মামলা সংক্রান্ত এফআইআর কপি চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। মামালার গতিপ্রকৃতি নিয়েও রিপোর্ট চাওয়া হয়েছে।

আরও পড়ুন: ২০১০-এ জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় ‘মৃত’ অমৃতাভ গ্রামের বাড়িতে শুরু করেছিলেন তাঁর আসল ব্যবসা! এ যেন কেঁচো খুঁড়তে কেউটে

দিল্লির সদর দফতরে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই নির্ধারণ করবে, ইডি এই তদন্তের ভার হাতে নেবে কিনা! আপাতত সেখানেই এই মামলার গতিপ্রকৃতি নিয়ে আলোচনা চালাচ্ছেন তদন্তকারীরা। এই কালোবাজারির পিছনে কত বড় অপরাধচক্র কাজ করছে, কারা কারা জড়িত, কতদিন ধরে চলছে এই চক্র, তা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রমাণ জোগাড় করেছেন ইডি-র গোয়েন্দারা। সব দিক খতিয়ে দেখে চলতি সপ্তাহেই বিশেষ কমিটি সিদ্ধান্ত নেবে ইডি আদৌ এই মামলার তদন্তভার নেবে কিনা!

Next Article