Weather Latest Update: ১৮ বছরে এই প্রথমবার….৫ জানুয়ারি বিরাট পরিবর্তন হবে আবহাওয়ায়, সব জানাল হাওয়া অফিস

Winter in Bengal: তবে আজ আলিপুর আবহাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে সাময়িক ভাবে ধাক্কা খাবে শীত। আগামী তিন-চারদিন দু থেকে তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা। কলকাতার পারদ পৌঁছে যেতে পারে ১৫ ডিগ্রিতে। তবে ফের সোমবার থেকে পারদ তড়তড় করে নেমে যাবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফের জমিয়ে শীত ফেরার আশা।

Weather Latest Update: ১৮ বছরে এই প্রথমবার....৫ জানুয়ারি বিরাট পরিবর্তন হবে আবহাওয়ায়, সব জানাল হাওয়া অফিস
আবহাওয়ার লেটেস্ট আপডেটImage Credit source: Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 01, 2026 | 11:48 AM

কলকাতা: অক্ষরে-অক্ষরে মিলেছে আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল কাঁপিয়ে দেবে ঠান্ডা। ঠিক তেমনই হয়েছে। কনকনে শীতেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাংলা। আজ সামান্য তাপমাত্রা বাড়লেও ঠান্ডার আমেজ কিন্তু ম্লান হচ্ছে না। আজও তাপমাত্রা ১১ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করছে। এই সপ্তাহে তাপমাত্রা বাড়লেও আগামী ৫ জানুয়ারি থেকে বের কিন্তু কমতে চলেছে তাপমাত্রা। কতটা কমতে পারে তা এখনই জানা না গেলেও,কলকাতায় জমিয়ে ঠান্ডা পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজ কলকাতার পারদ পৌঁছে গিয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। ১৮ বছরে শীতলতম বর্ষবরণ কলকাতায়। এর আগে ২০০৮ সালে আলিপুরের পারদ ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। তারপর আর তেমনটা হয়নি। তবে এবার ঠান্ডা পড়ছে।

তবে আজ আলিপুর আবহাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে সাময়িক ভাবে ধাক্কা খাবে শীত। আগামী তিন-চারদিন দু থেকে তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা। কলকাতার পারদ পৌঁছে যেতে পারে ১৫ ডিগ্রিতে। তবে ফের সোমবার থেকে পারদ তড়তড় করে নেমে যাবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফের জমিয়ে শীত ফেরার আশা। অর্থাৎ ৫ জানুয়ারি সোমবার থেকে শুরু করে পরবর্তী ১২ জানুয়ারি সোমবার পর্যন্ত আবারও নতুন করে বাংলার সব জেলাতেই জমিয়ে পড়বে ঠান্ডা। আর এই ঠান্ডা মূলত পড়তে পারে উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে। ফলে শীতপ্রেমীরা যে এখনও জমিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন তারই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।