Primary Job Cancel Case: ২৬-এর পর এবার ৩২ হাজার ‘বাতিল’ শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, আগামী সপ্তাহেই রয়েছে শুনানি

Primary Job Cancel Case: আগামী ২৮ এপ্রিল প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলায় শুনানি হবে কলকাতা আদালতের ডিভিশন বেঞ্চে। সোমবার এই মর্মে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীরা।

Primary Job Cancel Case: ২৬-এর পর এবার ৩২ হাজার বাতিল শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, আগামী সপ্তাহেই রয়েছে শুনানি
প্রতীকী ছবিImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Apr 21, 2025 | 12:10 PM

কলকাতা: ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ কী সেই নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বস্তি আসুক বা অস্বস্তি, নতুন নিয়োগেই যে ঝুলছে তাদের ভবিষ্যৎ তা এখন স্পষ্ট। কিন্তু প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক? কোন পথে তাদের ভবিষ্যৎ? এবার সেই নিয়ে মামলা শুনবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আদালত সূত্রে খবর, আগামী ২৮ এপ্রিল প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলায় শুনানি হবে কলকাতা আদালতের ডিভিশন বেঞ্চে। সোমবার এই মর্মে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীরা। তখন শুনানির দিন জানানো হয় আদালতের তরফে।

এর আগে ৭ই এপ্রিল এই চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। কিন্তু সেদিনেই ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যহতি নেন বিচারপতি। মামলা চলে যায় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। সপ্তাহ দুয়েক কাটতেই সেই প্রাথমিকের মামলা গিয়ে উঠল নতুন বিচারপতির বেঞ্চে।

প্রসঙ্গত, ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছিল প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের। দুর্নীতির দায়ে রাতারাতি ফাঁড়া নেমে এসেছিল তাদের জীবনে। পরবর্তীতে সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে আপিল করে রাজ্য। এবার সেই শুনানিই হবে আগামী সপ্তাহে।