
কলকাতা: আগেই বলেছিল আবহাওয়া দফতর। তাই সত্যি করে আজও ১৫ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। গোটা রাজ্যজুড়ে মৃদু শীতের চাদর। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন ১৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যেই থাকবে কলকাতার তাপমাত্রা। অন্যদিকে ১১-১২ ডিগ্রিতে বীরভূম-বাঁকুড়ার তাপমাত্রা। ১০ ডিগ্রিতে নেমেছে কোচবিহার-আলিপুরদুয়ারের পারদ। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে জাঁকিয়ে শীত পড়তে আরও কিছু দিনের অপেক্ষা। আকাশ প্রধানত পরিষ্কার থাকলেও সকালের দিকে কিছু জায়গায় কুয়াশা থাকবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
তবে আবহাওয়া দফতর বলছে আগামী সাত দিনে তাপমাত্রার খুব একটা তারতম্য হবে না। খুব বেশি হলে ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। রোজই প্রায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই অবস্থান করবে। বর্তমানে অবাধ গতিতে উত্তুরে হাওয়া বইছে। ফলে শীতের স্পেল চলবে। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আগামী সাতদিন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। পাশাপাশি উত্তরবঙ্গের সমতল এলাকা, মূলত মালদহ-সহ অন্যান্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দার্জিলিং ছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। কুয়াশার জেরে দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে।