কলকাতা: জোড়াবাগান খুনের ঘটনায় এবার শুরু হল রাজনৈতিক চাপানউতোর। মৃত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে নিগৃহীত হতে হল স্থানীয় বিজেপি নেতা কর্মীদের। রাস্তায় ফেলে তাঁদের মারধর, চুলের মুঠি ধরে নাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি এখানে স্লোগান চড়াতে এসেছিল। স্থানীয় মানুষরাই বাধা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে জোড়াবাগানে একটি নৃশংস ঘটনা ঘটে। ন’ বছরের একটি মেয়ের গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। মামাবাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। বুধবার বিকালে বাড়ির সামনেই অন্যান্য শিশুদেরমে সঙ্গে খেলছিল মেয়েটি। তারপর সন্ধ্যা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। বৃহস্পতিবার সকালে পাশের বাড়ির ছাদে ওঠার সিঁড়ি থেকে শিশুটির গলা কাটা দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: জোড়াবাগান কাণ্ড: সিঁড়িতে ভাঙা দুধে দাঁত, উপড়ে নেওয়া হয় চুল! গলা কাটার আগে চলে অকথ্য অত্যাচার
তদন্তে নেমে হোমিসাইড শাখার গোয়েন্দারা সিঁড়ি থেকে উদ্ধার করে শিশুটির দুধে দাঁত, মাথার চুল, চুড়ি। এই নিয়ে পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত ছিল। বিকালে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিজেপি নেতা কুমারসিং। অভিযোগ, তখনই কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক গলির মধ্যে ঢুকে পড়েন। তাঁদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে আনেন বলে অভিযোগ। তারপর রাস্তায় ফেলে চলতে থাকে কিল, চড়, ঘুষি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। বিজেপি নেতা কর্মীরা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা না করেই চলে যেতে বাধ্য হন।
এদিন ঘটনাস্থলে যান নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “সকালে এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। আর বিজেপি এখানে এসে স্লোগান চড়াচ্ছে। স্থানীয় মানুষরাই বাধা দিয়েছেন।” অন্যদিকে, তৃণমূল কর্মীরা বলেন, “বিজেপি নেতা কর্মীরাই এখানে এসে উত্ত্যক্ত করছিলেন। তৃণমূল কর্মীরা বাধা দিয়েছেন।”
আরও পড়ুন: ৯ বছরের শিশুর নগ্ন গলা কাটা দেহ উদ্ধার, রণক্ষেত্র জোড়াবাগান
অন্যদিকে, এখনও পর্যন্ত এই ঘটনার কোনও সূত্র খুঁজতে পারেননি তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত।