
কলকাতা: ফের ব্যস্ত সময়ে মেট্রোর সামনে ঝাঁপ। তবে চালকের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। আপাতত মেট্রো পরিষেবা ব্যাহত রয়েছে।
জানা গিয়েছে, সকাল ৯.৫৫ মিনিটের মেট্রোটি দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিল। গিরিশ পার্ক মেট্রো স্টেশনে ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। মেট্রো প্ল্যাটফর্মে ঢুকছে দেখে আচমকাই লাইনের ওপর ঝাঁপ দেন ওই ব্যক্তি। তবে চালকের তৎপরতায় ওই ব্যক্তি প্রাণে বেঁচে যান।
চালক দ্রুত সজোরে ব্রেক কষেন। মেট্রো থেমে যাওয়ায়, লাইনের ওপরেই পড়ে থাকেন ওই ব্যক্তি। দ্রুত রেল কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত ডাউন লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। তিনি কেন এই ধরনের কাজ করলেন, সেটাও পরিষ্কার হবে। তবে রেল আধিকারিকরা এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।