Election Commission: বহুতলে বুথ তৈরি পিছিয়ে কলকাতা

দক্ষিণ ২৪ পরগনা থেকে সর্বোচ্চ ২৫ টি বহুতলে, উত্তর ২৪ পরগনায় ২২টি বহুতলে বুথ হবে বিধান সভা নির্বাচনে। হাওড়া থেকে ৪ হুগলি থেকে ৫ টি এবং পূর্ব বর্ধমান থেকে মাত্র ৩ টি বহুতলে পাওয়া গেল যেখানে আগামী বিধানসভা নির্বাচনে বুথ তৈরি হবে এবং সেই বহুতলের ভোটাররা ভোট দেবেন।

Election Commission: বহুতলে বুথ তৈরি পিছিয়ে কলকাতা
কী বলছে কমিশন?Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 09, 2026 | 9:49 PM

কলকাতা: বহুতলে বুথ তৈরিতে কলকাতা পিছিয়ে। কলকাতা দক্ষিণ থেকে মাত্র দুটি বহুতলে বুথ তৈরির প্রস্তাব এল। অন্যদিকে কলকাতা উত্তর থেকে মাত্র ৪টি বহুতল।
বিধানসভা নির্বাচনে মোট ৬৯ টি বহুতলের তালিকার প্রস্তাব এল জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে যেখানে বুথ তৈরি করবে নির্বাচন কমিশন। ৩০০ ভোটার রয়েছে এমন বহুতলকেই বেছে নেওয়া হয়েছে। সিইও দফতর এই তালিকা ই পাঠিয়ে দেওয়া হবে দিল্লির নির্বাচন কমিশন।

দক্ষিণ ২৪ পরগনা থেকে সর্বোচ্চ ২৫ টি বহুতলে, উত্তর ২৪ পরগনায় ২২টি বহুতলে বুথ হবে বিধান সভা নির্বাচনে। হাওড়া থেকে ৪ হুগলি থেকে ৫ টি এবং পূর্ব বর্ধমান থেকে মাত্র ৩ টি বহুতলে পাওয়া গেল যেখানে আগামী বিধানসভা নির্বাচনে বুথ তৈরি হবে এবং সেই বহুতলের ভোটাররা ভোট দেবেন।

বহুতলে বুথ তৈরির ব্যাপারে অনিহা ছিল আবাসিকদের এমনই জানানো হয়েছিল জেলা নির্বাচনী আধিকারিকদের। কিন্তু নির্বাচন কমিশন বিষয়টি ভালোভাবে না নেওয়ায় জেলা নির্বাচনী আধিকারিকদের রীতিমতো হুঁশিয়ারি দেয়, যে বহুতলে বুথ তৈরি করতেই হবে। সেই কারণে বুথ বিন্যাসের সময়সীমা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। ১৬ ডিসেম্বর থেকে সেই সময় বেড়ে দাঁড়ায় ফেব্রুয়ারি। ৭ ফেব্রুয়ারি প্রকাশ পাবে বুথ বিন্যাসের সেই তালিকা।

সাত জেলা থেকে ৬৯টি বহুতলে ভোটগ্রহণকেন্দ্র তৈরি নিয়ে প্রস্তাব জমা পড়ল।
দক্ষিণ কলকাতা ২
উত্তর কলকাতা -৮
দক্ষিণ ২৪ পরগনা-২৫
উত্তর ২৪ পরগনা- ২২
হাওড়া – ৪
পূর্ব বর্ধমান – ৩
হুগলি – ৫