কলকাতা: শাসকদলের বিধায়কদের কি আদৌ সরকারের প্রতি আস্থা রয়েছে? বিধানসভাকে (Assembly) কেন এড়িয়ে যাচ্ছে রাজ্যের শাসকদল? আস্থা ভোট ডেকে রাজ্য সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুক- এই দাবি তুলল বাম কংগ্রেস পরিষদীয় দল।
বাম কংগ্রেস পরিষদীয় দলের দাবি, বিধানসভার অধিবেশন ডেকে সরকার যাচাই করুক শাসকদলের বিধায়কদের সরকারের প্রতি আস্থা আছে কিনা! কেরালার মত এরাজ্যেও বিধানসভায় কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করানোর দাবিও তুলেছে বাম কংগ্রেস। দ্রুত বিধানসভার অধিবেশন ডেকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর ঘোষণা করা নয়া প্রকল্পগুলি নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করারও দাবি জানিয়েছেন তাঁরা।
বিধানসভায় যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস ও সিপিএম। কংগ্রেসের তরফ থেকে আবদুল মান্নান ও সিপিএমের তরফ থেকে সুজন চক্রবর্তী তাঁদের দাবি পেশ করেন। তাঁদের দাবি, বিধানসভায় অধিবেশন ডাকা হোক এবং আস্থা ভোট নেওয়া হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে আস্থা ভোট কেন?
পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়ে দাবি করেছি, অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকাটা জরুরি। সব রাজ্যের বিধানসভা অধিবেশন হচ্ছে, সব ধরনের কাজ চলছে। এখানেই হচ্ছে না। যেভাবে দেশে কৃষি আইন হয়েছে, তার বিরোধিতা করার জন্য আইনি পথে হাঁটার জন্য বিধানসভা অধিবেশন প্রয়োজন। অনান্য রাজ্যগুলি তা করেছে।”
সুজন প্রশ্ন তোলেন, “আমরা দেখছি মুখ্যমন্ত্রী অনেক জায়গায় বিভিন্ন প্রকল্প ঘোষণা করছেন। কিন্তু বিধানসভার কোনও অনুমোদন নেই। বাজেটের প্রস্তাব নেই, বরাদ্দ নেই। ২০২১-এর আগে ফুল বাজেট করার সুযোগও নেই। তাহলে কি সরকার স্কিম ঘোষণা করার মধ্য দিয়ে প্রতারণা করছে? ”
অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকার দাবি তুলেছেন তাঁরা। সুজন দাবি তোলেন, “তৃণমূলের যাঁরা সদস্য বিধানসভার, তাঁদের কি বিধানসভার প্রতি আস্থা নেই? সরকার কি ভয় পাচ্ছে? মুখ্যমন্ত্রী তাঁদের বিধানসভায় ডেকে যাচাই করুন, যে তাঁদের দলের সদস্যদের সরকারের প্রতি আস্থা রয়েছে কিনা। তৃণমূলের সদস্যদেরও আস্থা নেই। তাতেই কি ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী?”
আরও পড়ুন: বর্ষবরণের পার্টিতে ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের, চাঞ্চল্য পর্ণশ্রীতে
বিধানসভা অধিবেশন ডাকাটা জরুরি বলেই মনে করছেন বিরোধীরা। এই পরিস্থিতি অবিলম্বে বিধানসভা অধিবেশনের দাবি তুলেছেন তাঁরা।