Kolkata Weather Office: শীত-গ্রীষ্ম-বর্ষা কলকাতার আবহাওয়া দফতরই ভরসা? সঠিক পূর্বাভাসে ভাঙছে সব রেকর্ড

Weather Office of Kolkata: বর্তমানে কলকাতায় রয়েছে ২৪ ঘণ্টার সাইক্লোন ওয়ার্নিং সেন্টার, বন্যা-বৃষ্টির জন্য আলাদা পর্যবেক্ষণ ইউনিট, কৃষি–সংক্রান্ত পরামর্শ কেন্দ্র। পাশাপাশি আলাদা করে বিমানবন্দরের চারটি আবহাওয়া অফিস। সব ক্ষেত্রেই রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি।

Kolkata Weather Office: শীত-গ্রীষ্ম-বর্ষা কলকাতার আবহাওয়া দফতরই ভরসা? সঠিক পূর্বাভাসে ভাঙছে সব রেকর্ড
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Dec 04, 2025 | 9:37 PM

কলকাতা: আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাসে জোর দিচ্ছে কলকাতার আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রক বলছে এ কথা। ভারী বৃষ্টিপাত, তাপপ্রবাহ, বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ঘন কুয়াশার ক্ষেত্রে কলকাতার হাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে তা যথাক্রমে ৮৪ শতাংশ, ৯৫ শতাংশ, ৬২ শতাংশ ও ৯০ শতাংশ ক্ষেত্রে সঠিক। এ ক্ষেত্রগুলিতে দেশের মৌসম ভবনের জাতীয় গড় যথাক্রমে ৮৫ শতাংশ, ৯৭ শতাংশ, ৮৮ শতাংশ ও ৭০ শতাংশ। অর্থাৎ অনেক ক্ষেত্রেই জাতীয় গড়ের কাছাকাছি রয়েছে আলিপুরের সঠিক পূর্বাভাস, অনেক ক্ষেত্রে আবার তাও ছাপিয়ে গিয়েছে। 

অত্য়াধুনিক যন্ত্র এবং বিভিন্ন গবেষণা কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজই কলকাতার আবহাওয়া দফতরের কাজের উন্নতিতে বড়সড় সহায়ক ভূমিকা নিয়েছে বলে মনে করছে বিজ্ঞান মন্ত্রক। পূর্বাভাস যাতে আরও নির্ভুল হয় নতুন ডেসিশন সাপোর্ট সিস্টেম (DSS) ব্যবহার যেমন বেড়েছে তেমনই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তিও হয়েছে। তারফলে কৃষি, পরিবহণ, পর্যটন, বিদ্যুৎ সব ক্ষেত্রের জন্যই আরও নির্ভরযোগ্য ও বাস্তবসম্মত পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে। 

বর্তমানে কলকাতায় রয়েছে ২৪ ঘণ্টার সাইক্লোন ওয়ার্নিং সেন্টার, বন্যা-বৃষ্টির জন্য আলাদা পর্যবেক্ষণ ইউনিট, কৃষি–সংক্রান্ত পরামর্শ কেন্দ্র। পাশাপাশি আলাদা করে বিমানবন্দরের চারটি আবহাওয়া অফিস। এছাড়াও রয়েছে ১৪টি মানড সারফেস অবজারভেটরি, ৫২টি স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র (AWS), ৩৯টি স্বয়ংক্রিয় বৃষ্টিমাপক কেন্দ্র (ARG), ৩টি উচ্চ গতির বায়ুমাপক যন্ত্র। গত তিন বছরে পশ্চিমবঙ্গের জন্য মোট ১,৭৫৭টি ভারী বৃষ্টির সতর্কতা, ৭২৩টি তাপপ্রবাহ, ৮৭৭টি ঘন কুয়াশা, ২,৬৮১টি বজ্রপাত সহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছিল। এসব সতর্কবার্তার নির্ভুল হওয়ার ক্ষেত্রে গড় হার প্রায় ৮৩ শতাংশ।