
শুক্রবার, ২২ অগস্ট উদ্বোধন হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড, নোয়াপাড়া-বারাসত লাইনের বিমানবন্দর পর্যন্ত ও নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের রুবি থেকে বেলেঘাটা। ফলে নোয়াপাড়া থেকে মেট্রো ধরে এ কেউ বিমানবন্দর যেতে পারবেন। কিন্তু কেউ যদি চান মেট্রো ধরে বিমানমন্দর গিয়ে বিমান ধরবেন, তাহলে?
আগে বুঝতে হবে শহরের কোন কোন জায়গা থেকে মেট্রো করে বিমানবন্দর যাওয়া সহজ হবে। উত্তর-দক্ষিণ লাইনের দক্ষিণেরশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের (কবি সুভাষ আপাতত বন্ধ রয়েছে) মধ্যে যে কোনও স্টেশন থেকে মেট্রো করে পৌঁছতে হবে নোয়াপাড়া। তারপর ট্রেন বদল করে যেতে হবে বিমানবন্দর। তবে, শোনা যাচ্ছে আগামীতে নাকি শহীদ ক্ষুদিরাম থেকে সরাসরি ট্রেন চালানো হবে বিমানবন্দর পর্যন্ত।
আর হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রোর আশেপাশের মানুষজন মেট্রো করে এসপ্ল্যানেড এসে মেট্রো বদল করে তারপর নোয়াপাড়া হয়ে বিমানবন্দরে যেতে পারে। তবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর লাইনে মেট্রো চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়াও এই লাইন বন্ধ থাকবে শনি ও রবিবার। এই দু’দিন মেট্রো করে গিয়ে প্লেন ধরার পরিকল্পনা থাকলে তা ভুলে যান। এ ছাড়াও খুব সকালে বা একটু রাতের দিকেও মেট্রো ধরে বিমানবন্দর যাওয়াও সম্ভব নয়। কারণ এই লাইনে মেট্রো চালুই হবে সকাল ৮টায়। চলবে রাত ৮টা পর্যন্ত।