Kolkata Metro: একঘণ্টার ঝটকা! অফিস টাইমে মেট্রোর Blue Line-এ ‘যান্ত্রিক ধাক্কা’

Kolkata Metro: যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও সমস্যা, সেই সম্পর্কিত নির্দিষ্ট কোনও তথ্য মেট্রো কর্তৃপক্ষ তরফে পাওয়া যায়নি। সপ্তাহের প্রথম দিনেই এমন ঘটনার জেরে বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে যাত্রীদের। এগোয় না রেক। নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।

Kolkata Metro: একঘণ্টার ঝটকা! অফিস টাইমে মেট্রোর Blue Line-এ যান্ত্রিক ধাক্কা
প্রতীকী ছবিImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Sep 08, 2025 | 11:51 AM

কলকাতা: সোমের ব্যস্ত সকাল। আর মেট্রো তখনও অচলায়তন। পড়ে যন্ত্রণাতেই। গত কয়েকদিনে, বিশেষ করে কবি সুভাষের জট প্রকাশ্য়ে আসার পর থেকে নানা সময় শহরের সবচেয়ে পুরনো মেট্রো লাইন অর্থাৎ ব্লু লাইনে দেখা গিয়েছে বিভ্রাট। যা থেকে রেহাই পাওয়া গেল না সোমবারেও। মেট্রো বিভ্রাটের জেরে ভুগতে হল  সাধারণ যাত্রীদের।

সমস্যা কোথায়?

সূত্রে খবর, কবি নজরুল মেট্রো স্টেশনের ডাউন লাইনেই আটকে গেল মেট্রো রেক। অর্থাৎ শহিদ ক্ষুদিরামের দিকে যাওয়ার পথে গড়িয়াবাজারেই আটকা পড়ল মেট্রো। যান্ত্রিক ত্রুটির নাকি অন্য কোনও সমস্যা, সেই সম্পর্কিত নির্দিষ্ট কোনও তথ্য মেট্রো কর্তৃপক্ষ তরফে পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে অনুমান, যান্ত্রিক সমস্যার কারণেই দাঁড়িয়ে যায় মেট্রো রেকটি। সপ্তাহের প্রথম দিনেই এমন ঘটনার জেরে বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে যাত্রীদের। এগোয় না রেক। নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। সমস্যায় পড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষার্থীরাও।

যাচ্ছে উত্তম কুমার পর্যন্ত

সমস্যা কিন্তু সহজে মেটেনি বলেই খবর। কবি নজরুলে অফিস যাত্রীদের নামিয়ে কাজ শুরু হয়েছে। আর দক্ষিণেশ্বর থেকে যে ট্রেনগুলি এই ঘটনার পর রওনা দিয়েছে, তাদের জন্য টালিগঞ্জ বা মহানায়ক উত্তমকুমার হয়েছে শেষ স্টেশন। ফলত, যাত্রীদের মধ্যে ক্ষোভ আরও চড়েছে বললেই চলে। কিন্তু কেন এত সমস্যা? মেট্রোর পুরাতন লাইন হয়ে উঠেছে বিভ্রাটপূর্ণ। দিন-প্রতিদিন পরিষেবার বন্ধের খবর। 

এক ঘণ্টায় স্বাভাবিক পরিষেবা

৮.২০ মিনিট নাগাদ যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। শুরু হয় মেরামতির কাজ। অবশেষে এক ঘণ্টায় স্বাভাবিক হয় পরিষেবা। জানা গিয়েছে, মেট্রোর ডাউন লাইনে ৯টা ২৫ মিনিট এবং আপ লাইনে ৯টা ৫২ মিনিট নাগদ স্বাভাবিক ভাবেই ছুটেছে ট্রেন।