Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: নতুন বছরের প্রথম দিনেই রেকর্ড গড়ল কলকাতা মেট্রো

Kolkata Metro: জানা গিয়েছে, দমদম থেকে সব থেকে বেশি সংখ্যক যাত্রী মেট্রোয় উঠেছেন। পয়লা জানুয়ারিতে এই স্টেশন থেকে ট্রেনে উঠেছেন ৫২ হাজার ৫৮৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রবীন্দ্র সরোবর ও তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণেশ্বর। মেট্রোর প্রকাশিত তালিকা অনুযায়ী, রবীন্দ্র সরোবর থেকে ৩৭ হাজার ৯০৩ জন এবং দক্ষিণশ্বর থেকে ৩৫ হাজার ৭৩৪ জন যাত্রী মেট্রো চড়েছেন।

Kolkata Metro: নতুন বছরের প্রথম দিনেই রেকর্ড গড়ল কলকাতা মেট্রো
ফাইল চিত্রImage Credit source: kolkata Metro
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2024 | 10:26 AM

কলকাতা: রেকর্ড গড়ল কলকাতা মেট্রো। বছরের প্রথম দিনেই মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ৫ লক্ষ। রিপোর্ট বলছে, ২০২৩ এর তুলনায় যা ২৮ শতাংশ বেশি। মূলত, ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি কার্যত ছুটির মেজাজে থাকে বাঙালি। গত দুবছরের করোনা কাঁটার জন্য ঘরবন্দি থাকলেও আগের বছর ও এই বছর একদম চেটেপুটে আনন্দ উপভোগ করেছে সকলে। চিড়িয়াখানা, ইকোপার্ক, মিউজিয়াম বাদ নেই কিছুই। এইসবের মধ্যেই কলকাতা পাতাল রেলের তরফে প্রকাশ হল তথ্য়।

কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, ২০২৪ সালের ১ জানুয়ারি মেট্রোয় চড়েছেন ৪ লক্ষ ৮৩ হাজার ৬০৭ জন। অথচ ওই একই দিনে সেই সংখ্যাটা ২০২৩ সালে ছিল ৩ লক্ষ ৭৯ হাজার ৯৭৬ জন। অর্থাৎ এই বছরে যাত্রী সংখ্যা প্রায় ২৭.৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জানা গিয়েছে, দমদম থেকে সব থেকে বেশি সংখ্যক যাত্রী মেট্রোয় উঠেছেন। পয়লা জানুয়ারিতে এই স্টেশন থেকে ট্রেনে উঠেছেন ৫২ হাজার ৫৮৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রবীন্দ্র সরোবর ও তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণেশ্বর। মেট্রোর প্রকাশিত তালিকা অনুযায়ী, রবীন্দ্র সরোবর থেকে ৩৭ হাজার ৯০৩ জন এবং দক্ষিণশ্বর থেকে ৩৫ হাজার ৭৩৪ জন যাত্রী মেট্রো চড়েছেন।

গতবছরের পয়লা জানুয়ারিতেও দমদম থেকে সব থেকে বেশি সংখ্যক যাত্রী মেট্রোয় উঠেছিলেন। সেই বছর সংখ্যাটা ছিল ৪৩ হাজার ৫১৬। তবে দ্বিতীয় স্থানে ছিল এসপ্ল্যানেড (৩০ হাজার ৩৪৪)। অন্যদিকে, তৃতীয় স্থান ধরে রেখেছিল দক্ষিণেশ্বর। সেবার এই স্টেশন থেকে ২৯ হাজার ৪৯৭ জন যাত্রী মেট্রো চড়েছিলেন।