
কলকাতা: বারবার দেওয়াল ফেটে শহরের জমা জল ট্র্যাকে নেমে বিপর্যস্ত হচ্ছে মেট্রো পরিষেবা। কারণ অনুসন্ধানে এবার তদন্ত কমিটি গড়লেন মেট্রোর জেনারেল ম্যানেজার। পুরো বিষয়টা দেখে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। গত সোমবার চাঁদনি চক এবং সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝে বৃষ্টির জল দেওয়াল ফেটে লাইনে পড়ে বিপর্যস্ত হয়েছিল মেট্রো পরিষেবা। এই ঘটনায় এবার তদন্ত কমিটি গড়ল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তদন্ত কমিটির রিপোর্ট মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডির কাজে জমা পড়বে।
কলকাতা মেট্রো সূত্রে খবর, তদন্তকারী কমিটির সদস্যরা সব কচি মেট্রো স্টেশনের অন্দরমহল এবং সুড়ঙ্গের ভেতরকার অবস্থা খতিয়ে দেখবেন। তারপর রিপোর্ট তৈরি করে মেট্রোর জেনারেল ম্যানেজারের কাছে জমা দেবেন। অতীতে পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনে একই ঘটনা ঘটেছিল। বিপর্যস্ত হয়েছিল মেট্রো পরিষেবা। বারবার এই ধরনের ঘটনায় মুখ পুড়ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের।
যে কারণে তদন্ত কমিটি গড়ে মূলত দেখার চেষ্টা হচ্ছে কেন বারবার মেট্রোতে এই বিপত্তি হচ্ছে। মেট্রোর ‘ডি-ওয়ালে’ ফাটল ছিল। সেখান থেকেই জল ঢুকেছে বলে সোমবারই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। অতীতে এই ধরনের ঘটনা দু’বার ঘটেছে।
প্রথমবার, গতবছর দমদমমুখী মেট্রো লাইনে যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে জলের পাইপ ফেটে ওই বিপত্তি ঘটে। দ্বিতীয় ঘটনা ঘটে, ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টি হয়েছিল শহরে। যে কারণে বিপর্যস্ত হয়েছিল কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো করিডর। বৃষ্টির জল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ঢুকে পড়েছিল।
গত শনিবার আবার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের গঙ্গার নিচে বৃষ্টির জমা জল ঢুকে সুড়ঙ্গের মাঝে ট্র্যাকের উপরে জমে যায়। ফলে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। মেট্রো কর্তৃপক্ষের কথা, প্রতিবার এই বিপত্তিতে গড়ে দুই থেকে তিন ঘণ্টা মেট্রো পরিষেবা স্তব্ধ হয়ে যাচ্ছে।। ভাঙা পথে মেট্রো চলাচল করছে।
যে কারণে তদন্ত করা প্রয়োজন বলে মনে করেছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। বিষয়টি নিয়ে রেল মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গেও কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজারের কথা হয়েছে বলে সূত্রের খবর।