Kolkata Metro: আবারও মেট্রোয় বিভ্রাট, আংশিকভাবে ব্যাহত পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

Kolkata Metro: মেট্রো সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ থেকে যে কয়েকটি রেক বেরিয়েছিল, তা দিয়েই কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। তবে দমদম থেকে দক্ষিণেশ্বর কম রেক চালানো হয়েছে।

Kolkata Metro: আবারও মেট্রোয় বিভ্রাট, আংশিকভাবে ব্যাহত পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা
বন্ধ মেট্রো। চরম ভোগান্তি যাত্রীদের।Image Credit source: TV9 বাংলা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 10, 2025 | 11:27 AM

কলকাতা: ব্য়স্ততার মাঝে আবারও বৃহস্পতিবার সকালে মেট্রো বিভ্রাট। নোয়াপাড়া মেট্রো কারশেডের থার্ড লাইনে বিদ্যুৎ ট্রিপ করে যায়। ফলে নোয়াপাড়া কারশেড থেকে সকালের শুরুর সময় থেকে মেট্রোরেক বেরোতে পারেনি।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ থেকে যে কয়েকটি রেক বেরিয়েছিল, তা দিয়েই কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। তবে দমদম থেকে দক্ষিণেশ্বর কম রেক চালানো হয়েছে। যে রেক আপ লাইন দিয়ে গিয়েছে, সেটাই ডাউনলাইন দিয়ে ফিরেছে। সকাল সাতটা সাড়ে সাতটা থেকে এই ত্রুটি দেখা দেয়। সকাল ৮:৪০ মিনিট পর্যন্ত এই সমস্যা ছিল।

সপ্তাহের চতুর্থতম ব্যস্ত দিনে যাত্রী ভোগান্তি হয়। বিভিন্ন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকেন যাত্রীরা। মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায়, মেট্রো স্টেশন থেকে আবার বেরিয়ে এসে বাস ধরার চেষ্টা করেন যাত্রীরা। বেশ কিছুটা ভোগান্তি পোহাতে হয়। যাত্রীদের অভিযোগ, ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর মধ্যে অনেকটা সময়ের ব্যবধান থাকছিল। ফলে স্টেশনে-স্টেশনে ভিড় জমছিল। অত্যাধিক ভিড় হচ্ছিল মেট্রোতে।

মাঝেমধ্যেই মেট্রো বিভ্রাট হচ্ছে। এক যাত্রী বলে, “ভেবে দেখুন কতটা ঘন ঘন মেট্রোতে এখন সমস্যা হচ্ছে। এমনিতেই এত ভিড় থাকে, বাসে ওঠা সমস্যার। তার মধ্যে মেট্রোয় সমস্যা থাকলে, মানুষ কাজের জায়গায় ঠিক সময়ে পৌঁছবে কীভাবে! রাস্তায় বেরোলেই এখন সমস্যা।” উল্লেখ্য, চার দিন আগেই মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়।