Kolkata Metro: বদলে যাচ্ছে রাতের শেষ মেট্রোর সময়ও, ১৪ তারিখ থেকে বড় বদল

Kolkata Metro: মাঝেরহাটের দিক থেকে সকাল ৭টা ৫৭ মিনিটে এবং জোকার দিক থেকে সকাল ৮টায় দিনের প্রথম মেট্রো ছাড়বে। এক্ষেত্রে সময়ের কোনও বদল হচ্ছে না।

Kolkata Metro: বদলে যাচ্ছে রাতের শেষ মেট্রোর সময়ও, ১৪ তারিখ থেকে বড় বদল

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 11, 2025 | 11:48 PM

কলকাতা: আগামী ১৪ জুলাই থেকে বদলে যাচ্ছে মেট্রোর সময়। জোকা থেকে মাঝেরহাটের মধ্যে যে মেট্রো পরিষেবা রয়েছে অর্থাৎ পার্পল লাইনের মেট্রোর সংখ্যা বাড়তে চলেছে। বর্তমানে ২৪ মিনিট অন্তর মেট্রো চলে। এবার থেকে সেটা কমে ২১ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে বলে জানানো হয়েছে।

বর্তমানে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৬২টি মেট্রো চলাচল করে। ১৪ জুলাই থেকে সেটা বাড়িয়ে ৭২টি করা হচ্ছে। মাঝেরহাটের দিক থেকে সকাল ৭টা ৫৭ মিনিটে এবং জোকার দিক থেকে সকাল ৮টায় দিনের প্রথম মেট্রো ছাড়বে। এক্ষেত্রে সময়ের কোনও বদল হচ্ছে না।

আর শেষ মেট্রো জোকা থেকে ছাড়বে রাত ৮টা ১৫ মিনিট নাগাদ। এতদিন পর্যন্ত এই লাইনের শেষ মেট্রো ছাড়ত রাত ৮টা নাগাদ। মাঝেরহাট থেকে রাত ৮টা ১৫ মিনিট নাগাদ ছাড়বে। যা এতদিন রাত ৮টা নাগাদ ছাড়ত। তবে শনিবার এবং রবিবার পুরনো নিয়ম অনুযায়ী মেট্রো বন্ধ থাকবে এই পার্পল লাইনে।

এদিকে, এই পার্পল লাইনের সম্প্রসারণের কাজ চলছে পুরোদমে। ওই লাইনেই জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে আপাতত মোট চারটি স্টেশন হবে ভূগর্ভস্থ। পরে পঞ্চম স্টেশনও তৈরি হবে। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে খিদিরপুর থেকে পার্কস্ট্রিট পর্যন্ত টানেল তৈরির কাজের জন্য টানেল বোরিং মেশিনটি ব্যবহার হবে।