Kolkata Metro: দোলের দিন মেট্রোর সময়সূচিতে বড়সড় বদল, কখন মিলবে প্রথম পরিষেবা?

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 11, 2025 | 10:51 PM

Kolkata Metro: মেট্রো রেল সূত্রে খবর, দক্ষিণেশ্বর,নোয়াপাড়া এবং কবি সুভাষ স্টেশন থেকে শুক্রবার প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। তবে শেষ মেট্রোর সময় কিন্তু একই থাকছে।

Kolkata Metro: দোলের দিন মেট্রোর সময়সূচিতে বড়সড় বদল, কখন মিলবে প্রথম পরিষেবা?
দোলের দিন সময়সূচি পরিবর্তন
Image Credit source: Getty Image

Follow Us

কলকাতা: আগামী শুক্রবার দোল যাত্রা। তার আগে সময় সূচি পরিবর্তন করল মেট্রো রেল। ওই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ও হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড-এ মেট্রো চলবে। তবে অন্যান্য দিনের মতো, ওই দিরে দেরিতে পরিষবা দেওয়া চালু করবে মেট্রো।

মেট্রো রেল সূত্রে খবর, দক্ষিণেশ্বর,নোয়াপাড়া এবং কবি সুভাষ স্টেশন থেকে শুক্রবার প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। তবে শেষ মেট্রোর সময় কিন্তু একই থাকছে।

এছাড়াও জানা যাচ্ছে, ওই দিন শিয়ালদহ এবং সেক্টর ফাইভে মধ্যে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২২টি পরিষেবা চলবে। এরপর এগারোটি মেট্রো চলবে শিয়ালদহ থেকে। বাদ বাকি ১১টি সেক্টর ফাইভ থেকে। দুই পরিষেবার মধ্যে ব্যবধান আধঘণ্টার। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যেও পরিষেবা কমানো হয়েছে। কবি সুভাষ এবং রুবি ও জোকা-বিবাদি বাগে দোলের দিন কোনও মেট্রোই চলবে না।

এ দিকে, দোলের দিন সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টেয়। ওই দিন সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে রাত ৮টায় শেষ মেট্রো ছাড়বে।

Next Article