Kolkata Metro: শনির রাতেও ভোগান্তির শেষ নেই! স্টেশনের মুখেই দাঁড়িয়ে রইল সারি সারি মেট্রো

Kolkata Metro: জানা গিয়েছে, কালীঘাট থেকে যতীন দাস পার্কের মাঝে দাঁড়িয়ে সারি সারি মেট্রো। কোনওটা জায়গা পেয়েছে প্ল্যাটফর্মে। কোনওটা আবার দাঁড়িয়ে প্ল্যাটফর্মে ঢোকার মুখে। কোনওটা আবার দাঁড়িয়ে রয়েছে সুড়ঙ্গের মধ্যে। উদ্বিগ্ন যাত্রীরা। শনিবারের রাতে বাড়ি ফেরার পথে দীর্ঘক্ষণ কাটল মেট্রোর অন্দরেই।

Kolkata Metro: শনির রাতেও ভোগান্তির শেষ নেই! স্টেশনের মুখেই দাঁড়িয়ে রইল সারি সারি মেট্রো
ফাইল ফোটোImage Credit source: Getty Images

| Edited By: Avra Chattopadhyay

Aug 30, 2025 | 11:25 PM

কলকাতা: মেট্রো যেন এক দুশ্চিন্তার নাম হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের কাছে। একদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভরা মরসুম। অন্যদিকে ব্লু লাইনে সর্বদা জমে চিন্তার পাহাড়। যা গুটিকয়েক অফিস ফেরত যাত্রীদের ঘিরে ধরল শনিবারও।

জানা গিয়েছে, কালীঘাট থেকে যতীন দাস পার্কের মাঝে দাঁড়িয়ে সারি সারি মেট্রো। কোনওটা জায়গা পেয়েছে প্ল্যাটফর্মে। কোনওটা আবার দাঁড়িয়ে প্ল্যাটফর্মে ঢোকার মুখে। কোনওটা আবার দাঁড়িয়ে রয়েছে সুড়ঙ্গের মধ্যে। উদ্বিগ্ন যাত্রীরা। শনিবারের রাতে বাড়ি ফেরার পথে দীর্ঘক্ষণ কাটল মেট্রোর অন্দরেই।

কিন্তু কী কারণে এই বিভ্রাট? আবার কোনও যান্ত্রিক গোলযোগ? সেই নিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও তথ্য় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা যায়, মূলত সিগন্যালিং জনিত সমস্যার কারণেই মাঝপথে দাঁড়িয়ে যেতে হয় একের পর এক মেট্রোকে।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে ব্লু লাইন মেট্রো হয়ে উঠেছে অনিশ্চয়তার যাত্রা। যখন তখন তৈরি হচ্ছে নানা সমস্যা। তার মধ্যে শনিবার রাত ১১টা থেকে এই লাইনে শুরু হয়েছে সারাইয়ের কাজ। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, শনিবার রাত থেকে রবিবার দুপুর ৩টে পর্যন্ত কাজ চলবে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে। একটি টার্ন আউট বসাতেই মহানায়ক উত্তম কুমার স্টেশন বা টালিগঞ্জ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত যাওয়া যাবে। তারপর রাস্তা বন্ধ।

বলে রাখা ভাল, এই রবিবারেই রয়েছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পরীক্ষা। তাই সেই কথা মাথায় রেখে ছুটির দিনে সকাল সকাল শুরু হবে মেট্রো। ছুটবে ৭টা থেকে। একই ভাবে গ্রিন লাইনেও আগামিকাল ৯টার পরিবর্তে সকাল ৮টা থেকে শুরু হয়ে যাবে মেট্রোর চলাচল।