
কলকাতা: ব্যস্ত সময়ে বন্ধ রইল মেট্রো পরিষেবা। আজ, শনিবার। দুপুরেই ছুটি হয়ে যায় বহু অফিস। বাড়ি ফেরার পথে সমস্যায় পড়তে হল সেই অফিসযাত্রীদের। কলকাতা মেট্রোতে বড়সড় যান্ত্রিক ত্রুটি তৈরি হওয়ার কারণে এভাবে বন্ধ হয়ে যায় পরিষেবা। দীর্ঘক্ষণ দু’দিকের ট্রেন চলাচল বন্ধ ছিল।
নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক স্টেশনের মাঝের লাইনে বড়সড় যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। তার জেরেই সম্পূর্ণ বন্ধ ছিল মেট্রো পরিষেবা। ফলে চরম ভোগান্তির শিকার হতে হয়ে যাত্রীদের। একদিকে, মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টলিগঞ্জ স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছিল। অন্যদিকে, ময়দান থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছিল। বাকি মাঝের অংশে সম্পূর্ণ মেট্রো পরিষেবা বন্ধ ছিল।
কী কারণে পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিতে হল, তা স্পষ্ট নয়। তবে, এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর ইঞ্জিনিয়ারদের চেষ্টায় ত্রুটি মেরামত করা হয়। পরে ফের শুরু হয় মেট্রো পরিষেবা।