Kolkata Metro: ১০ তারিখ থেকে ভাড়া বাড়ছে মেট্রোর, কোন রুটে, কত টাকা বাড়ল জানুন বিস্তারিত

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 02, 2024 | 7:39 PM

Kolkata Metro: মেট্রো রেল সূত্রে খবর, শেষ মেট্রোয় গুণতে হবে অতিরিক্ত ভাড়া। আগামী ১০ ডিসেম্বর থেকে বর্ধিত ভাড়া দিতে হবে যাত্রীদের। মূলত, সিদ্ধান্ত হয়েছে রাত দশটা বেজে চল্লিশ মিনিট নাগাদ যে শেষ মেট্রো ছাড়ে কবি সুভাষ ও দমদম থেকে সেই মেট্রোতে উঠতে গেলে ১০ টাকা বর্ধিত ভাড়া দিতে হবে। অর্থাৎ যা ভাড়া লাগে তার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা বেশি দিতে হবে।

Kolkata Metro: ১০ তারিখ থেকে ভাড়া বাড়ছে মেট্রোর, কোন রুটে, কত টাকা বাড়ল জানুন বিস্তারিত
ফাইল ফোটো

Follow Us

কলকাতা: খুব কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মেট্রোর বিকল্প হয় না। বিশেষ করে অফিস যাত্রীদের কাছে মেট্রো হল যাতায়াতের অন্যতম মাধ্যম। সেই সঙ্গে মধ্যবিত্তর নাগালেও ভাড়া। তবে এবার মেট্রো যাত্রীদের জন্য দুঃখের খবর। বাড়ছে ভাড়া। কত টাকা বাড়াচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ? বিস্তারিত জানুন…

মেট্রো রেল সূত্রে খবর, শেষ মেট্রোয় গুণতে হবে অতিরিক্ত ভাড়া। আগামী ১০ ডিসেম্বর থেকে বর্ধিত ভাড়া দিতে হবে যাত্রীদের। মূলত, সিদ্ধান্ত হয়েছে রাত দশটা বেজে চল্লিশ মিনিট নাগাদ যে শেষ মেট্রো ছাড়ে কবি সুভাষ ও দমদম থেকে সেই মেট্রোতে উঠতে গেলে ১০ টাকা বর্ধিত ভাড়া দিতে হবে। অর্থাৎ যা ভাড়া লাগে তার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা বেশি দিতে হবে।

কেন বাড়ছে ভাড়া?

মূল মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, যেহেতু রাতে অতিরিক্ত মেট্রো চালাতে হয়েছে। তার জন্য অন্যান্য খরচ বাড়ছে। সেই কারণেই দশ টাকা বর্ধিত ভাড়া গুণতে হবে যাত্রীদের।

Next Article