Kolkata Metro: সোমবার দুপুর ১২টাতেও দেখা মিলবে না মেট্রোর, ক’টা থেকে চালু হবে?

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Mar 19, 2024 | 5:57 PM

Kolkata Metro Timing: সপ্তাহের বাকি দিনগুলির মতো এদিন সকাল থেকে মেট্রো পাওয়া যাবে না। তবে যাত্রীদের কথা মাথায় রেখে সেদিন অল্প সংখ্যক স্পেশাল মেট্রো পরিষেবা চালানো হবে। আগামী সোমবার দুপুর আড়াইটে থেকে শুরু হবে মেট্রো চলাচল। অন্যান্য দিনের স্বাভাবিক সময় সূচিতে যেখানে ২৮৮টি মেট্রো আপ-ডাউনে যাতায়াত করে, সেখানে আগামী সোমবার আপ ডাউন মিলিয়ে চলবে ৬০টি মেট্রো।

Kolkata Metro: সোমবার দুপুর ১২টাতেও দেখা মিলবে না মেট্রোর, কটা থেকে চালু হবে?
কলকাতা মেট্রো
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আগামী সোমবার সকাল সকাল কোনও মেট্রো পাবেন না। সোমবার অর্থাৎ ২৫ জানুয়ারি দোল রয়েছে। সাধারণভাবে দোলের দিন সকালের দিকে রাস্তাঘাটেও গাড়ি-ঘোড়া কম থাকে। সেদিন সকাল থেকে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সপ্তাহের বাকি দিনগুলির মতো এদিন সকাল থেকে মেট্রো পাওয়া যাবে না। তবে যাত্রীদের কথা মাথায় রেখে সেদিন অল্প সংখ্যক স্পেশাল মেট্রো পরিষেবা চালানো হবে। আগামী সোমবার দুপুর আড়াইটে থেকে শুরু হবে মেট্রো চলাচল। অন্যান্য দিনের স্বাভাবিক সময় সূচিতে যেখানে ২৮৮টি মেট্রো আপ-ডাউনে যাতায়াত করে, সেখানে আগামী সোমবার আপ ডাউন মিলিয়ে চলবে ৬০টি মেট্রো। ৩০টি আপ লাইনে এবং ৩০টি ডাউন লাইনে।

এই ৩০টি মেট্রোর মধ্যে শুধু কবি সুভাষ – দক্ষিণেশ্বর লাইনেই চলবে ৫৮টি স্পেশাল মেট্রো। অর্থাৎ, কবি সুভাষ – দক্ষিণেশ্বের লাইনে আপে ২৯টি এবং ডাউনে ২৯টি মেট্রো চলবে সেদিন। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো অন্যান্য দিন যেখানে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়ে, সোমবার তা ছাড়বে দুপুর আড়াইটেয়। একইভাবে দমদম থেকে ও দক্ষিণেশ্বর থেকেও প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটের সময়। তবে শেষ মেট্রোর সময় এক্ষেত্রে অপরিবর্তিতই থাকছে।

উল্লেখ্য, কলকাতার মতো ব্যস্ত শহরের কাছে এক লাইফলাইন হল মেট্রো পরিষেবা। শহরের রাস্তার যানজট এড়িয়ে খুব অল্প সময়ে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে যেতে কলকাতাবাসীর প্রথম পছন্দ মেট্রোই। শুধু কলকাতাবাসীই নন, শহরতলি ও আশপাশের জেলা থেকেও প্রতিদিন অনেকেই নিজেদের কর্মস্থলে বা গন্তব্যে যাওয়ার জন্য মেট্রো পরিষেবা ব্যবহার করেন। আগামী সোমবার সকালের দিকে যদি আপনারও মেট্রোয় চেপে কোথাও যাওয়ার প্ল্যানিং থাকে, তাহলে ঝটপট বিকল্প ব্যবস্থা ভেবে ফেলুন।

Next Article