Kolkata Metro: চাকরিপ্রার্থীদের স্পেশাল দিনে স্পেশাল পরিষেবা কলকাতা মেট্রোর, কবে কখন মিলবে স্পেশাল সার্ভিস
Kolkata Metro: আগামী রবিবার অর্থাৎ ১৭ মার্চ সকালের দিকে অতিরিক্ত মেট্র পরিষেবা চালানো হবে। সেদিন সাবঅর্ডিনেট ফুড অ্য়ান্ড সাপ্লাইজ় সার্ভিসের সাব ইনস্পেক্টর পদে চাকরির পরীক্ষা রয়েছে। চাকরিপ্রার্থীদের যাতে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে রবিবারও সকাল সকাল চালানো হবে মেট্রো রেল।

কলকাতা: রবিবার চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে বাড়তি পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী রবিবার অর্থাৎ ১৭ মার্চ সকালের দিকে অতিরিক্ত মেট্র পরিষেবা চালানো হবে। সেদিন সাবঅর্ডিনেট ফুড অ্য়ান্ড সাপ্লাইজ় সার্ভিসের সাব ইনস্পেক্টর পদে চাকরির পরীক্ষা রয়েছে। চাকরিপ্রার্থীদের যাতে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে রবিবারও সকাল সকাল চালানো হবে মেট্রো রেল। আপাতত কলকাতা মেট্রোর ব্লু লাইনে (কবি সুভাষ – দক্ষিণেশ্বর লাইনে) এই বাড়তি মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণভাবে রবিবার ছুটির দিনে মেট্রোয় যাত্রীর চাপ তুলনামূলকভাবে কিছুটা কম থাকে। সেই কারণে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় রবিবার মেট্রো পরিষেবাও কম চালানো হয়। সাধারণভাবে রবিবার কবি সুভাষ- দক্ষিণেশ্বর লাইনে মোট ১৩০টি মেট্রো চালানো হয় আপ ও ডাউন মিলিয়ে। তবে আগামী রবিবার চাকরিপ্রার্থীদের জন্য চালানো হবে অতিরিক্ত মেট্রো। সকাল আটটা থেকে ন’টার মধ্যে চারটি স্পেশাল মেট্রো চালানো হবে আগামী রবিবার। দুটি আপ লাইনে এবং দুটি ডাউন লাইনে। ওই দিনে সব মিলিয়ে সারাদিনে ১৩৪টি মেট্রো চালানো হবে দক্ষিণেশ্বর – কবি সুভাষ লাইনে ( ৬৭টি আপ লাইনে এবং ৬৭টি ডাউন লাইনে)।
একনজরে দেখে নেওয়া যাক রবিবার কখন কখন মিলবে এই স্পেশাল মেট্রো পরিষেবা
- দক্ষিণেশ্বর থেকে সকাল ৮টায় ছেড়ে কবি সুভাষের দিকে রওনা দেবে স্পেশাল মেট্রো
- কবি সুভাষ থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে দক্ষিণেশ্বরের দিকে রওনা দেবে স্পেশাল মেট্রো
- দক্ষিণেশ্বর থেকে সকাল ৮টা ২৮ মিনিটে ছেড়ে কবি সুভাষের দিকে যাবে স্পেশাল মেট্রো
- কবি সুভাষ থেকে সকাল ৮টা ৪০ মিনিটে ছেড়ে দক্ষিণেশ্বরের দিকে রওনা দেবে স্পেশাল মেট্রো
এই চারটি মেট্রো পরিষেবার পর বাকি সারাদিন স্বাভাবিক নিয়মেই চলবে মেট্রো পরিষেবা। চারটি স্পেশাল মেট্রোর পর সকাল ৯টা থেকে যেমন মেট্রো পাওয়া যায় রবিবার, সেরকমভাবেই পরিষেবা মিলবে এবং শেষ মেট্রোর সময়সূচিও অপরিবর্তিতই থাকবে।
