Kolkata Metro: ১৫ ফেব্রুয়ারিই চিংড়িহাটা মেট্রোর বড়দিন, জট কাটিয়ে বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

| Edited By: জয়দীপ দাস

Dec 23, 2025 | 2:22 PM

Chingrihata Metro: কবে, কীভাবে ট্র্য়াফিক নিয়ন্ত্রণ হবে সেটা ৬ জানুয়ারির মধ্যে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল-কে জানাবে রাজ্য। এমনটাই নির্দেশ এসেছে কলকাতা হাইকোর্ট থেকে। প্রসঙ্গত, এর আগে হাইকোর্টের নির্দেশে রাজ্য-রেল বৈঠকেও সমাধান মেলেনি। এবার দেখার শেষ পর্যন্ত বাস্তবের মাটিতে জট কতটা কাটে।

কলকাতা: শেষ পর্যন্ত আদালতের নির্দেশেই কাটছে চিংড়িহাটা মেট্রোর জট। চিংড়িহাটা মেট্রোর বাকি কাজ শেষ করার জন্য বেঁধে দেওয়া হল সময়সীমা। পিলার তৈরির জন্য এবার সময়সীমা বেঁধে হাইকোর্ট। ১৫ ফেব্রুয়ারির আগে মেট্রোর পিলার তৈরির কাজ শেষ করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। ১৫ ফেব্রুয়ারির আগে তিন রাত ট্র্যাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। কবে, কীভাবে ট্র্য়াফিক নিয়ন্ত্রণ হবে সেটা ৬ জানুয়ারির মধ্যে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল-কে জানাবে রাজ্য। এমনটাই নির্দেশ এসেছে কলকাতা হাইকোর্ট থেকে। প্রসঙ্গত, এর আগে হাইকোর্টের নির্দেশে রাজ্য-রেল বৈঠকেও সমাধান মেলেনি। এবার দেখার শেষ পর্যন্ত বাস্তবের মাটিতে জট কতটা কাটে।