দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? স্পষ্ট করলেন আবহাওয়াবিদরা

Jun 07, 2021 | 9:58 AM

গা জ্বালিয়ে দেওয়ার গরমের হাত থেকে অবশেষে মুক্তি। অপেক্ষার অবসান হয়েছে রবিবারই। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ঢুকেছে বর্ষা (Monsoon Forecast)।

দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? স্পষ্ট করলেন আবহাওয়াবিদরা
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: গা জ্বালিয়ে দেওয়ার গরমের হাত থেকে অবশেষে মুক্তি। অপেক্ষার অবসান হয়েছে রবিবারই। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ঢুকেছে বর্ষা (Monsoon Forecast)।

রবিবার উত্তরবঙ্গের ৬ জেলায় বর্ষা ঢুকেছে বলে জানিয়েছে মৌসম ভবন। এবার প্রশ্ন দক্ষিণবঙ্গে কবে ঢুকবে? আবহাওয়াবিদরা দেখাচ্ছেন আশার আলো। আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকে পড়বে। তবে আজই দক্ষিণবঙ্গের বেশ কয়েক জায়গায় স্বস্তির বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি ও দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। সপ্তাহের শুরুতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: শহরের নিরাপত্তাহীন সব এটিএমের ঠিকানা নখদর্পণে, কমিশন নিয়ে ভাড়া দিত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টও! মোবাইল ব্যবসায়ীর কীর্তিতে হতবাক তদন্তকারীরা

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলাই থাকবে।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বাংলার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২.১ মিমি। এবারের বর্ষায় স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাসও দিয়েছেন আবহাওয়াবিদরা।

Next Article