AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Municipal Election 2021: ভোটপ্রচারে সৌজন্য! রবীনকে প্রণাম, সুজনের সঙ্গে হাত মেলালেন কুণাল

TMC: ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর সমর্থনে রবিবার প্রচার করছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একটি রক্তদান শিবিরেও যান তিনি।

Kolkata Municipal Election 2021: ভোটপ্রচারে সৌজন্য! রবীনকে প্রণাম, সুজনের সঙ্গে হাত মেলালেন কুণাল
ভোট প্রচারে সৌজন্যের সেই মুহুর্ত। ছবি সংগৃহীত।
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 9:56 PM
Share

কলকাতা: রাজনীতিতে ‘তুই বড় না মুই বড়’ তো লেগেই আছে সর্বক্ষণ। এক পক্ষ অন্য পক্ষকে খাটো করার সুযোগ পেলে তা কোনও মতেই ছাড়ে না। এমন কী সুযোগ না পেলে, তা তৈরি করে নিতেও রাজনীতিকরা সিদ্ধহস্ত বলেই অভিযোগ ওঠে সবসময়। কিন্তু রাজনীতিতে শুধুই কি ঝগড়া, কথার যুদ্ধ? সৌজন্য কি মোটে নেই? নিশ্চয়ই আছে। রবিবার এরকমই এক সৌজন্যের ছবি নজরে এল কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে। ভোট প্রচারে বেরিয়ে সিপিএমের রবীন দেবকে প্রণাম, সুজন চক্রবর্তীর সঙ্গে হাত মেলাতে দেখা গেল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে।

২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর সমর্থনে রবিবার প্রচার করছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একটি রক্তদান শিবিরেও যান তিনি। এক যুবনেতা তাঁকে অনুরোধ করেন তাঁর সদ্যোজাত পুত্রকে দেখতে তাঁর বাড়িতে যেতে। কুণাল ঘোষ সেদিকে এগোতেই পাশের রাস্তা দিয়ে এসে পড়ে সিপিএমের একটি মিছিল। সেখানে প্রার্থীর সমর্থনে হাঁটছিলেন সুজন চক্রবর্তী, রবীন দেব। দু’জনেই কুণালের পরিচিত। কুণাল সৌজন্যের হাত তুলে এগিয়ে যান দুই সিপিএম নেতার দিকে।

পাল্টা সৌজন্যে হাত তোলেন সুজনও। সিপিএমের মিছিল দাঁড়িয়ে যায় ক্ষণিকের জন্য। এগিয়ে আসেন রবীন দেব, সুজন চক্রবর্তীরা। রবীনকে প্রণাম করেন কুণাল। যেহেতু এটি কুণালেরও হোম ওয়ার্ড, রবীন কুণালকে বলেন,”তোর ক্যান্ডিডেট কই?” প্রত্যুত্তরে কুণাল ঘোষ বলেন,”অন্যদিকে প্রচারে আছে। একটু পরেই আসবে।” সুজনও এগিয়ে এসে হাত মিলিয়ে যান। কুণালও বলেন,” পরে কথা হবে দাদা।”

এই মুহূর্তগুলিতে চমকে যান স্থানীয় বাসিন্দারা। এখানেই শেষ নয়। সিপিএমের মিছিলটি ঘুরে আসার সময় কুণাল মঞ্চে ছিলেন। তিনি মাইকেই বলেন,” সিপিএমের মিছিল যাচ্ছে। ওঁদের সুবিধের জন্য মাইক একটু থামালাম। রবীনদা, সুজনদা আমাদের ওয়ার্ডের অতিথি। ওঁদের শুভেচ্ছা জানাচ্ছি।” নিজের ভাষণে কুণাল ঘোষ অবশ্য বিজেপি, সিপিএম, কংগ্রেসকে দুরমুশ করে তৃণমূলকে জেতানোর ডাকই দিয়েছেন।

উল্লেখ্য, তৃণমূলের বিরুদ্ধে ২৮ নম্বর ওয়ার্ডে একসুরে প্রচার করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। শনিবার রোড শো করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। কুণাল ভাষণে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অবাধ ভোট হবে। ওরা তিনদল গোপনে হাত মিলিয়ে চলছে। আমরা এসবে তাকাব না। ইতিবাচক মানসিকতা নিয়ে মানুষের ভোটে অয়ন চক্রবর্তী জিতবে।”

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট। ফলপ্রকাশ হবে ২১ ডিসেম্বর। এবার ভোটে ৪৭৪২ মেইন পোলিং বুথ আছে। ৩৮৫ অক্সিলিয়ারি পোলিং বুথ রয়েছে। ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২ জন।

আরও পড়ুন: Omicron Variant Live Update: ওমিক্রন চিহ্নিতকরণে নয়া কিট আইসিএমআরের, মিলল নতুন ২ আক্রান্তের খোঁজ

আরও পড়ুন: কলকাতা পুরভোট ১৪৪-০ করার চ্যালেঞ্জ পার্থের, দিলেন শুভেন্দুর অভিযোগের জবাব