Kolkata municipal election 2021: বিজেপিই অনুপ্রেরণা, তাই পুরভোটেও ইস্তাহার প্রকাশ করছে তৃণমূল! দাবি দিলীপের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 11, 2021 | 11:08 AM

Kmc election 2021: আজ দুপুর ২টো নাগাদ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের নেতৃত্বে মহারাষ্ট্র নিবাস হলে এই ইস্তাহার প্রকাশিত হবে।

Kolkata municipal election 2021: বিজেপিই অনুপ্রেরণা, তাই পুরভোটেও ইস্তাহার প্রকাশ করছে তৃণমূল! দাবি দিলীপের
প্রস্তাবিত ইস্তাহার নিয়েও তৃণমূলকে নিশানা বিজেপির। ফাইল ছবি।

Follow Us

কলকাতা: বিজেপির দেখাদেখিই পুরভোটে ইস্তাহার প্রকাশ করতে চলেছে তৃণমূল। শনিবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে এমনই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, পুরভোটেও যে আলাদা করে ইস্তাহার প্রকাশ করা যায়, সেটা বিজেপিই দেখিয়েছে। তৃণমূল তা অনুসরণ করছে।

এদিন দিলীপ ঘোষ বলেন, “ওরা (তৃণমূল) ম্যানিফেস্টো বের করছে খুব ভাল কথা। তবে ওরা সেটাকে ম্যানিফেস্টো বলতে রাজি নয়। কর্পোরেশনেও যে ইস্তাহার হতে পারে সেটা উদাহরণ। বিজেপি তা বের করেছে। ওরাও ভাবছে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া দরকার। মানুষের জানা দরকার। যদিও বিধানসভা ভোটের আগেও প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও পালন কিছুই করেনি। এবারও দিক প্রতিশ্রুতি। কমপক্ষেব মানুষ বুঝবে কোন পার্টি কী করতে চাইছে, কী বলতে চাইছে।”

শনিবারই কলকাতা পুরভোটের ইস্তাহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এদিন দুপুরে মহারাষ্ট্র নিবাস ভবনে এই ইস্তাহার প্রকাশিত হবে। সূত্রের খবর, কলকাতার আগামী রূপরেখা নামে এই ইস্তাহার প্রকাশিত হতে পারে।

আগামিদিনে কলকাতা শহরকে পরিকাঠামোগতভাবে কী ভাবে সাজাতে চাইছে তৃণমূল, সে প্রসঙ্গই তুলে ধরা হবে এই ইস্তাহারে। সেখানে থাকতে পারে জলজমা থেকে শহরকে মুক্ত করার পন্থা, নাগরিক পরিষেবাকে আরও কতটা মসৃণ করে তোলা যায় সেই সমস্ত বিষয়ের রূপরেখা।

এদিন দুপুর ২টো নাগাদ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের নেতৃত্বে মহারাষ্ট্র নিবাস হলে এই ইস্তাহার প্রকাশিত হবে। তবে রাজনৈতিক বিষয়ের থেকেও এতে মূলত নাগরিক পরিষেবার বিষয়টিই তুলে ধরা হবে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

সম্প্রতি বিজেপি কলকাতা পুরভোটের ইস্তাহার প্রকাশ করেছে। আগামিদিনে স্বচ্ছ ভারত ২.০-র আওতায় কলকাতাকে পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারীরা। ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, শহরের প্রতিটি বাড়িতে যাতে শৌচাগার থাকে তা নিশ্চিত করা হবে এবং শহরে সর্বজনীন শৌচাগারের সংখ্যা দ্বিগুণ করা হবে। এর পাশাপাশি কলকাতায় কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা শুরু করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজেপির ইস্তাহারে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে ধাপার মাঠ পরিষ্কার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

বাড়তি জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিকাঠামোর উপরেও। নাগরিকদের সর্বোত্তম স্বাস্থ্য পরিষেবার অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি। শহরের দূষণ মোকাবিলায় ১০ টি স্মগ টাওয়ার বসানো এবং ভুয়ো ভ্যাকসিন চক্রের হাত থেকে নাগরিকদের বাঁচাতে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের কথা বলা হয়েছে। এর পাশাপাশি ডেঙ্গি ও ম্য়ালেরিয়া নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পদ্ম-ইস্তাহারে।

আরও পড়ুন: Sealdah Flyover: এবার ত্রিপুরা সরকারের বিজ্ঞাপণে শিয়ালদহ উড়ালপুলের ছবি!

আরও পড়ুন: Arms Licence Racket: জাল লাইসেন্সে দেদার অস্ত্র কেনাবেচা, সিআইডির জালে বাংলার ৬

Next Article