Kolkata Municipal Election 2021 Jorasanko Ward No. 37: ৩৭ নম্বর ওয়ার্ডে একচেটিয়া ঘাসফুলের আধিপত্য, জয় সোমার

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 30, 2021 | 11:23 PM

KMC Election Result 2021 Ward 37 Jorasanko Live Counting: ২০১০ সালে এই ওয়ার্ডটি বামেদের থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। কাউন্সিলর হন স্বপ্না দাস। ২০১৫ সালে তৃণমূলই এই ওয়ার্ড তাদের দখলে রাখে।

Kolkata Municipal Election 2021 Jorasanko Ward No. 37: ৩৭ নম্বর ওয়ার্ডে একচেটিয়া ঘাসফুলের আধিপত্য, জয় সোমার
কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ড

Follow Us

 

কলকাতা: ৩৭ নম্বর ওয়ার্ডটি কলকাতা পৌরসংস্থার ৫ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। শিয়ালদহ অঞ্চলের কিছুটা অংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

৩৭ নং ওয়ার্ডের উত্তর দিকে কেশব সেন স্ট্রিট, পূর্ব দিকে আচার্য প্রফুল্লচন্দ্র রোড, দক্ষিণ দিকে সূর্য সেন স্ট্রিট এবং পশ্চিম দিকে রাজা রামমোহন রায় সরণি। এই ওয়ার্ডটি আমর্হাস্ট স্ট্রিট থানার দ্বারা নিয়ন্ত্রিত।

আমর্হাস্ট মহিলা পুলিশ স্টেশন কলকাতা পুলিশের উত্তর এবং উত্তর শহরতলির বিভাগের আওতাধীন সমস্ত পুলিশ জেলাকে কভার করে, যেমন আমহার্স্ট স্ট্রিট, জোড়াবাগান, শ্যামপুকুর, কসিপুর, চিৎপুর, সিঁথি, বড়তোলা, ও টালা।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ২৪,০২০।

২০০৫ সালে এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তত্কালীন সময়ে কাউন্সিলর ছিলেন অমিতা মুখোপাধ্যায়। ২০১০ সালে এই ওয়ার্ডটি বামেদের থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। কাউন্সিলর হন স্বপ্না দাস। ২০১৫ সালে তৃণমূলই এই ওয়ার্ড তাদের দখলে রাখে। তবে কাউন্সিলর পরিবর্তিত হয়ে হন সীমা চৌধুরী।

২০১৫ সালের কলকাতা পুরসভার নির্বাচনের ফলাফল

২০১৫ সালে এই ওয়ার্ড দখলে নেয় তৃণমূল। ২০১০ সালের তুলনায় ১৯টি আসন বেশি পায় তৃণমূল। দ্বিতীয় স্থানে বামেরা। আসন সংখ্যা কমে ১৮ টা ও ,তৃতীয় স্থানে বিজেপি। তাদের ৪ টি আসন বাড়ে।

২০২১ সালের পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী হন সোমা চৌধুরী। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন মৌসুমী ও বামেদের প্রার্থী মিঠু দাস।

জোড়াসাঁকো || ওয়ার্ড নম্বর-৩৭ (বোরো- ৫) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল সোমা চৌধুরী ১০,৪৯৫ ৮০.৮৭ ৫৬.১০
বিজেপি শেখ মৌসুমী ৬২৬ ৪.৮২ ৭.০৬
বাম মিঠু দাস ১,২২৪ ৯.৪৩ ২৬.৩২
কংগ্রেস আফরিন বেগম ৫৫৬ ৪.২৮ ৮.১৮
অন্যান্য আলপনা জানা

উমা সিং

৩১

৪৬

০.২৪

০.৩৫

২.৩৪

 

জোড়াসাঁকো || ওয়ার্ড নম্বর-৩৭ (বোরো- ৫) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল সোমা চৌধুরী ৬,৭৫৮ ৫৬.১০
বিজেপি সুদীপ্ত দাস ৮৩৯ ৭.০৬
বাম মৌমিতা দাস ৩,১২৬ ২৬.৩২
কংগ্রেস ইসমাত মেহমুদ ৯৭২ ৮.১৮
অন্যান্য ১৮০ ২.৩৪
Next Article