Kolkata Municipal Corporation: নয়া নির্দেশ কলকাতা পুরসভার, ওয়ার্ডে-ওয়ার্ডে এবার ঘুরবেন ইঞ্জিনিয়ররা, বেআইনি নির্মাণ দেখলেই…

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 20, 2024 | 7:05 AM

Garden Reach building collapsed: কলকতা পুরসভা সূত্রে খবর, বিল্ডিং বিভাগের সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়াররা এবার থেকে কাজের শুরুতে (ডিউটির ফার্স্ট হাফ) নিজেরা নিজেদের ওয়ার্ডে ঘুরবেন। কোথায়-কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে তা খতিয়ে দেখবেন। এরপর সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করে বোরোতে জমা দেওয়ার নির্দেশ পুরসভার।

Kolkata Municipal Corporation: নয়া নির্দেশ কলকাতা পুরসভার, ওয়ার্ডে-ওয়ার্ডে এবার ঘুরবেন ইঞ্জিনিয়ররা, বেআইনি নির্মাণ দেখলেই...
গার্ডেনরিচের দুর্ঘটনাস্থল (ফাইল ছবি)
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: মধ্যরাতে কলকাতার গার্ডেনরিচে ঝুপড়ির উপরে ভেঙে পড়ে বহুতল। যার এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯ বলেই জানা যাচ্ছে। সেই ঘটনার পর থেকেই কলকাতা পুরসভা ও প্রশাসনের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। এবার আরও তৎপর হল পুরসভা। নয়া নির্দেশ জারি করা হল বিল্ডিং বিভাগের আধিকারিকদের জন্য।

কলকতা পুরসভা সূত্রে খবর, বিল্ডিং বিভাগের সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়াররা এবার থেকে কাজের শুরুতে (ডিউটির ফার্স্ট হাফ) নিজেরা নিজেদের ওয়ার্ডে ঘুরবেন। কোথায়-কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে তা খতিয়ে দেখবেন। এরপর সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করে বোরোতে জমা দেওয়ার নির্দেশ পুরসভার। পরের হাফে পুরসভায় ফিরে আসবেন ইঞ্জিনিয়ররা। তারপর নথি সংক্রান্ত কাজ করবেন। প্রতিদিন ওয়ার্ডে যাচ্ছেন কি না নজরদারি করবেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ররা। এমনটাই নির্দেশ কলকাতা পুরসভার।

প্রসঙ্গত, গার্ডেনরিচের বাড়ি ভেঙে পড়ার পর বারবার প্রশ্ন উঠছিল ওই বাড়ি তৈরির জন্য আদৌ কি অনুমতি ছিল? সব নিয়ম মেনে কি তৈরি হচ্ছিল ৫ তলা বাড়ি? নির্মাণটি বেআইনি কি না, সেই প্রশ্ন উঠছিল। মেয়র ফিরহাদ হাকিম নিজেও কার্যত স্বীকার করে নিয়েছিলেন যে বাড়িটি তৈরির ক্ষেত্রে অনুমোদন ছিল না। সূত্রের খবর পরিবেশ বিভাগের আইন ভঙ্গ করে যে বাড়ি তৈরি করা হচ্ছিল, মেয়রের কাছে রিপোর্টে উল্লেখ করা হয়েছে এমনটাই।

Next Article