
কলকাতা: ভারত পাকিস্তানের যুদ্ধের আবহ। অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সমস্ত ছুটি বাতিল করা হল। এই মর্মে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ সমস্ত দফতরের আধিকারিকদের বার্তা দিয়েছে।
কলকাতা পৌরসভার সমস্ত অফিসের ছুটি বাতিল। কেবলমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতিতেই ছুটি মিলবে। সমস্ত বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে রাতের সময়। টালা ট্যাঙ্ক সহ কলকাতা পৌরসভার সমস্ত স্থাপত্য এবং জলাধারে নজরদারি বাড়াতে হবে। ২৪ ঘন্টা নজরদারি এবং পর্যবেক্ষণ করতে হবে।
দিনে এবং রাতে পৌরসভার জলের ট্যাঙ্ক সবসময় প্রস্তুত রাখতে হবে। বিপর্যয় মোকাবিলা সামগ্রী (ত্রিপল-সহ অন্যান্য) এবং ত্রাণ (চাল,ডাল-সহ শুকনো খাবার) সামগ্রী সব সময় প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে নতুন করে সংগ্রহ করে রাখতে হবে।
২৪ ঘণ্টা কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম খোলা রাখতে হবে এবং আধিকারিকদের কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে। বর্ষীয়ান এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল সব সময় অন রাখতে হবে। রাতেও যেন মোবাইল বন্ধ না করা হয়। কলকাতা পুরসভার প্রধান দফতর থেকে এই মর্মে সমস্ত বিভাগীয় আধিকারিকদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ভারত-পাক যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ছুটি বাতিল সব সরকারি কর্মচারিদের। শারীরিক অসুস্থতা বাদ দিয়ে আর কেউ এই মুহূর্তে ছুটি আর পাবেন না, ঘোষণা করে দিল নবান্ন।