কলকাতা: পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে বেশ কয়েকদিন যাবত থমকে ছিল করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া। তবে বিগত এক সপ্তাহে ধাপে ধাপে বেশ কিছু ভ্যাকসিন এসে পৌঁছে গিয়েছে শহরে। তারপরই ফের একবার টিকাকরণের কাজ শুরু করতে চলছে কলকাতা পুরসভা। এমনটাই জানা গিয়েছে কলকাতা পুরসভা সূত্র মারফৎ।
নারদ মামলায় গ্রেফতার হয়ে আপতত গৃহবন্দি অবস্থায় রয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তবে তাতে কোভিড মোকাবিলার কাজ বন্ধ হয়নি। কিন্তু পর্যাপ্ত টিকার অভাবে বন্ধ হয়ে গিয়েছিল টিকাকরণ। এই অবস্থায় বুধবার কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার থেকে ফের একবার শহরে টিকাকরণ শুরু হবে। ব্যবস্থা করা হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে। এই প্রসঙ্গে পুর প্রশাসন মণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানান, শনিবার থেকে কলকাতার ১০২ টি কেন্দ্রে এই টিকাকরণের কাজ শুরু হচ্ছে।
আরও পড়ুন: আশা জাগিয়ে সংক্রমণের হার নিম্নমুখী বাংলায়, বাগে আনা যাচ্ছে না মৃত্যু
যদিও বেশি পরিমাণে টিকা ভাঁড়ারে না থাকার কারণে প্রতিটি কেন্দ্রে প্রত্যেকদিন ৫০ জনকে টিকা দেওয়া হবে। দু’ঘণ্টার মধ্যে ৫০ জন ভ্যাকসিনের একটি ডোজ় নিতে পারবেন। তবে শুধুমাত্র ৪৫ উর্ধ্বদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, এই টিকাকরণ কর্মসূচিতে কোভিশিল্ড দেওয়া হবে। টিকাকরণের জন্য স্লট বুক করতে হলে পুরসভার একটি নম্বরে ফোন করতে হবে। ৮৩৩৫৯৯০০০ নম্বরে ফোন করে স্লট বুক করার পর টিকা নিতে যাওয়া যাবে।
আরও পড়ুন: বুদ্ধবাবুর শারীরিক অবস্থা উদ্বেগজনক, রিপোর্টে সাইটোকাইন ঝড়ের ইঙ্গিত