আশা জাগিয়ে সংক্রমণের হার নিম্নমুখী বাংলায়, বাগে আনা যাচ্ছে না মৃত্যু

মঙ্গলবার ফের একবার করোনা আক্রান্ত হয়ে রাজ্যে ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দৈনিক টেস্টের সংখ্যাও খুব বেশি বাড়েনি।

আশা জাগিয়ে সংক্রমণের হার নিম্নমুখী বাংলায়, বাগে আনা যাচ্ছে না মৃত্যু
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 25, 2021 | 8:49 PM

কলকাতা: আশা জাগিয়ে প্রতিদিনই কমছে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। সোমবারের পর মঙ্গলবারও ফের একবার বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। তবে দুশ্চিন্তার জায়গা অন্যদিকে। আক্রান্তের হার দ্রুত কমলেও কিছুতেই বাগে আসছে না রাজ্যের দৈনিক মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার ফের একবার করোনা আক্রান্ত হয়ে রাজ্যে ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দৈনিক টেস্টের সংখ্যাও খুব বেশি বাড়েনি।

স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ হাজার ৫ জন আক্রান্ত হয়েছেন। যা গত কালকের তুলনায় অনেকটাই কম। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১৭ হাজার ৮৮৩ জন। কিন্তু সোমবারের তুলনায় বেড়েছে মৃত্যু। এ দিন ১৫৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল সংখ্যাটা ছিল ১৫৩। রাজ্যে সক্রিয় আক্রান্তদের সংখ্যা প্রায় দু’হাজার কমে এ দিন হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৫৮৫। সুস্থহার হার ৮৮.৮৬ শতাংশ।

আরও পড়ুন: পাণ্ডুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, প্রকৃতিকে ‘গেস’ করা গেলেও ‘ফেস’ করা কঠিন, বললেন মমতা

যদিও দৈনিক নমুনা পরীক্ষার হারে খুব একটা অগ্রগতি লক্ষ্য করা যায়নি। গত ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ১২৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভিটির হার দাঁড়িয়ে সেই ২৬ শতাংশে। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা দ্রুত হারে কমলেও উত্তর ২৪ পরগনার সংক্রমণ এখনও কপালে ভাঁজ ফেলছে। ক’দিন আগে পর্যন্তও যেখানে কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০০০-এর দোরগোড়ায় ছিল, তা এখন কমে হয়েছে ৩০০০-এর কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ২,৭৭৯ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৩,৪৫২। মৃত্যু হয়েছে ৪৬ জনের।

আরও পড়ুন: জামিনের জুজু দেখাতেই সুপ্রিম কোর্ট থেকে নারদ মামলা প্রত্যাহার করল সিবিআই