Kolkata Municipal Corporetaion: সকাল ৭-৯টা পর্যন্ত রাস্তার ধারে করা যাবে না পার্কিং, কড়া নির্দেশ কলকাতা পুরনিগমের

Kolkata Municipal Corporetaion: হালতু কায়স্থপাড়ার খালপাড়ের বাসিন্দা রাজশেখর ঘোষ ফোন করে অভিযোগ জানান, খালপাড় সংলগ্ন রাস্তায় অবৈধ পার্কিং করে চলে যাচ্ছে কেউ দিনের পর দিন। আর গাড়িগুলোর ফাঁকে প্রত্যেকদিন পড়ছে ময়লা। সেগুলো নিয়মিত পরিস্কার হচ্ছে না অস্বাস্থ্যকর হচ্ছে পরিবেশ।

Kolkata Municipal Corporetaion: সকাল ৭-৯টা পর্যন্ত রাস্তার ধারে করা যাবে না পার্কিং, কড়া নির্দেশ কলকাতা পুরনিগমের
কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 21, 2025 | 7:15 PM

কলকাতা: কলকাতায় বন্ধ হতে চলেছে সকাল সাতটা থেকে সকাল ৯ টা পর্যন্ত রাস্তার ধারের পার্কিং। নির্দেশিকা জারি করছে কলকাতা পুরনিগম। সকাল সাতটা থেকে নটা পর্যন্ত রাস্তার ধারে পার্কিং বন্ধ হতে চলেছে শহরে। এই মর্মেই নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার ‘টক টু মেয়র’ এ তিনি জানান, শহর পরিস্কার করতে সমস্যায় পড়তে হচ্ছে বর্জ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীদের।

অনেক সময় পার্কিংয়ের কারণে পরিস্কার করা যাচ্ছে না শহরে রাস্তা। তাই পুর কমিশনার সুমিত গুপ্তাকে তিনি নির্দেশ দিয়েছেন অবিলম্বে নির্দেশিকা জারি করার বিষয় সকাল সাতটা থেকে নটা পর্যন্ত কলকাতা শহরে পার্কিং করা যাবে না এই মর্মে।

এদিন হালতু কায়স্থপাড়ার খালপাড়ের বাসিন্দা রাজশেখর ঘোষ ফোন করে অভিযোগ জানান, খালপাড় সংলগ্ন রাস্তায় অবৈধ পার্কিং করে চলে যাচ্ছে কেউ দিনের পর দিন। আর গাড়িগুলোর ফাঁকে প্রত্যেকদিন পড়ছে ময়লা। সেগুলো নিয়মিত পরিস্কার হচ্ছে না অস্বাস্থ্যকর হচ্ছে পরিবেশ। এই কথা শুনতেই দ্রুত ওই খালপাড় সংলগ্ন রাস্তা পরিষ্কার করার নির্দেশ দেন মেয়র্থ ইয়াদ আকিম তার পাশাপাশি পুর কমিশনার সুমিত গুপ্তাকে নির্দেশ দেন সকাল সাতটা থেকে সকাল ৯ টা পর্যন্ত কলকাতা শহরের রাস্তার ধারে বন্ধ করতে হবে পার্কিং সেই মর্মে নির্দেশিকা জারি করার জন্য।

পাশাপাশি তিনি এটিও বলেন, পুলিশ কেও গোটা বিষয়টি জানানোর জন্য কারণ শহরের রাস্তায় অনেক আনআইডেন্টিফাইড গাড়ি বছরের পর বছর পড়ে থেকে ময়লা জমছে। একটা বিস্ফোরণ হওয়ার পর অ্যাকশন নেয় পুলিশ। পুলিশ কেন এই আইডেন্টিফাইড গাড়ি গুলোর বিরুদ্ধে কেস করবে না কেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এই বিষয়ে জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার কথা বলেন মেয়র।