Life Imprisonment for Terrorist: ২০১৬ সালে বর্ধমান থেকে গ্রেফতার, ৬ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড কুখ্যাত IS জঙ্গি মুসার

NIA Court: দেশদ্রোহিতা ও সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে আগেই দোষী সাব্যস্ত হয়েছিল মুসা। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি), ১২১(এ), ১২২, ১২৩ ধারায়; ইউএপিএ আইনের ১৮, ২০ ও ৩৮ ধারায় এবং অস্ত্র আইনে মামলা চলছিল।

Life Imprisonment for Terrorist: ২০১৬ সালে বর্ধমান থেকে গ্রেফতার, ৬ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড কুখ্যাত IS জঙ্গি মুসার
যাবজ্জীবন কারাদণ্ড মুসার
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2022 | 6:17 PM

কলকাতা : আইএএস জঙ্গি মুসার যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করল কলকাতায় এনআইএ-র বিশেষ আদালত। ২০১৬ সালের জুলাই মাসে সিআইডির হাতে গ্রেফতার হয়েছিল মহম্মদ মসিউদ্দিন ওরফে মুসা। সিআইডি তদন্তকারী দল এবং জিআরপির এক যৌথ অভিযানে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছিল মুসাকে। কুখ্যাত এই জঙ্গিকে হাওড়া -বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জের ট্রেন থেকে গ্রেফতারের পর তাঁর থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রও বাজেয়াপ্ত হয়েছিল। গোয়েন্দারা জানতে পেরেছিলেন, বীরভূমে এক গণহত্যার পরিকল্পনা ছিল মুসার। ২০১৪ সালে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আইএস-এর এক হ্যান্ডলারের সঙ্গে সোশ্যাল প্লাটফর্মে যোগাযোগ হয় মুসার। বেশ কিছু যুবককে আইএস-এর সঙ্গে যুক্তও করেছিল মুসা।

পরবর্তী কালে ওই ঘটনার তদন্তভার যায় এনআইএ-র কাছে। তদন্ত যত এগোয়, ততই চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসে গোয়েন্দাদের হাতে। জানা যায়, দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রকে টার্গেট করেছিল মুসা। দেশদ্রোহিতা ও সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে আগেই দোষী সাব্যস্ত হয়েছিল মুসা। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি), ১২১(এ), ১২২, ১২৩ ধারায়; ইউএপিএ আইনের ১৮, ২০ ও ৩৮ ধারায় এবং অস্ত্র আইনে মামলা চলছিল। সেই সব অভিযোগে মুসাকে দোষী সাব্যস্ত করেছিল এনআইএ আদালত। শুক্রবার কলকাতায় এনআইএ-র বিশেষ আদালতে আইএস জঙ্গি মুসার সাজা ঘোষণা করল।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে প্রথম কোনও আইএস জঙ্গির সাজা ঘোষণা করা হল। মুসাকে গ্রেফতার করার পর তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে তার বিচারপর্ব  চলছিল। অবশেষে শুক্রবার কুখ্যাত জঙ্গি মহম্মদ মসিউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল এনআইএ আদালত। কেন্দ্রীয় সরকার বার বার জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে কড়া বার্তা দিয়েছে। সন্ত্রাসবাদকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া হবে না, সেই কথা স্পষ্টভাবে বলেছে কেন্দ্র। পড়শি রাজ্য পাকিস্তানকে একাধিকবার কড়া বার্তা দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের ইস্যুতে। এমন পরিস্থিতিতে শুক্রবার আইএস জঙ্গি মুসাকে যাবজ্জীবন সাজার ঘোষণা করল এনআইএ আদালত।