Kolkata: মর্মান্তিক! ডাইনিং টেবিল থেকে মুখ থুবড়ে পড়ে মৃত্যু ১ বছরের শিশুর

Kolkata: পরিবার সূত্রে খবর, পরিবার সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে সাড়ে ছ'টা নাগাদ। মৃত শিশুর নাম প্রাণশী শরফ। প্রাণশীর বয়স সবে এক বছর। গতকাল সে ডাইনিং রুমে থাকা টেবিলের উপর উঠেছিল।

Kolkata: মর্মান্তিক! ডাইনিং টেবিল থেকে মুখ থুবড়ে পড়ে মৃত্যু ১ বছরের শিশুর
এই ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যুImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 31, 2025 | 2:04 PM

কলকাতা: অত্যন্ত মর্মান্তিক ঘটনা গিরীশপার্কে। সেখানে মৃত্যু হল এক বছরের শিশুর। ডাইনিং টেবিল থেকে পড়ে যায় ওই শিশুটি। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে গিরিশ পার্কের মদন চ্যাটার্জী লেনে।

পরিবার সূত্রে খবর, পরিবার সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ। মৃত শিশুর নাম প্রাণশী শরফ। প্রাণশীর বয়স সবে এক বছর। গতকাল সে ডাইনিং রুমে থাকা টেবিলের উপর উঠেছিল। সেই টেবিলে উঠে সেখানে বসেই শিশুটি খেলা করছিল। যে সময় বাচ্চাটি ডাইনিং টেবিলের উপর ছিল, সেই সময় ঘরে বাকি সদস্যরাও ছিলেন।

তবে তাঁদের চোখের আড়ালেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। খেলতে-খেলতে শিশুটি টেবিলের উপর থেকে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। রক্তে ভেসে যায় গোটা ঘর। দৌড়ে আসেন পরিবারের বাকি সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনা এখনও মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কীভাবে শিশুটি চোখের অলক্ষ্যে পড়ে গেল তা নিয়ে ভাবতেই পারছেন না তাঁরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।