Kolkata Police: কলেজগুলিতে অসামাজিক কাজকর্ম রুখতে কী কী পদক্ষেপ করছে পুলিশ? জানালেন মনোজ ভার্মা

Kolkata Police: থানাগুলি কলেজে গিয়ে একটি করে কর্মশালা করবে। সেখানে গিয়ে কলেজের পড়ুয়াদের থানার আধিকারিকরা জানাবেন, এই ধরনের অপরাধে কী ধরনের শাস্তি হতে পারে। এমনকি কলেজে যেকোনও ধরনের সামাজিক অপরাধ কী কী শাস্তিযোগ্য ধারার মধ্যে পড়ে, সেটাও পুলিশ আধিকারিকরা পড়ুয়াদের জানাবেন।

Kolkata Police: কলেজগুলিতে অসামাজিক কাজকর্ম রুখতে কী কী পদক্ষেপ করছে পুলিশ? জানালেন মনোজ ভার্মা
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 09, 2025 | 5:01 PM

কলকাতা: সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। এই আবহে শহরের সমস্ত থানাকে একগুচ্ছ নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলেজগুলির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা, কলেজগুলির নিরাপত্তারক্ষীদের থানার কোনও আধিকারিকদের নম্বর দেওয়া-সহ একাধিক নির্দেশ দিলেন তিনি। একইসঙ্গে জানালেন, কসবাকাণ্ডে পুলিশ যাবতীয় পদক্ষেপ করেছে।

কলেজগুলিতে অসামাজিক কাজকর্ম রুখতে কলকাতা পুলিশ কী কী পদক্ষেপ করছে? কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “যে কলেজ যে থানার অন্তর্গত, সেখানকার পুলিশ আধিকারিক ওই কলেজের নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিত্যদিন যোগাযোগ রাখবেন।” তিনি আরও জানান, “কলেজের নিরাপত্তারক্ষীরা নিজের কলেজে কোনওরকম অপরাধমূলক কাজকর্ম দেখলেই, নিকটবর্তী থানাকে দ্রুত জানাবেন। থানার যেকোনও একজন পুলিশ আধিকারিকের নম্বর নিরাপত্তারক্ষীদের কাছে থাকবে।”

এছাড়া থানাগুলি কলেজে গিয়ে একটি করে কর্মশালা করবে। সেখানে গিয়ে কলেজের পড়ুয়াদের থানার আধিকারিকরা জানাবেন, এই ধরনের অপরাধে কী ধরনের শাস্তি হতে পারে। এমনকি কলেজে যেকোনও ধরনের সামাজিক অপরাধ কী কী শাস্তিযোগ্য ধারার মধ্যে পড়ে, সেটাও পুলিশ আধিকারিকরা পড়ুয়াদের জানাবেন।

মনোজ ভার্মা আরও জানান, কলেজের পড়াশোনার সময়সীমার শেষে, যদি কেউ জোর করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে থেকে যায় বা সেখানে ব্যক্তিগত কাজ অথবা অনৈতিক কোনও কাজকর্ম করে, তাহলে কলেজ কর্তৃপক্ষের তরফে থানাগুলিকে জানানো বাধ্যতামূলক। সে ক্ষেত্রে রাতেই পুলিশ ব্যবস্থা নেবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ক্লোজ সার্কিট ক্যামেরাগুলি সঠিকভাবে কাজ করছে কি না, থানাগুলি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানবে। কলকাতার পুলিশ কমিশনার জানান, নিজ নিজ এলাকার কলেজের প্রতিটি মুহূর্তের খোঁজ খবর রাখবেন থানার আধিকারিকরা।