কলকাতা: তাঁর সুরের মাদকতায় থমকে দাঁড়াতেন বিডন স্ট্রিটের পথচলতি মানুষজন। তাঁর হাতের ছোঁয়ায় একের পর এক সুর মূর্ছিত করে করেছিল উত্তর কলকাতার গলিগুলোকে। Tv9 বাংলার সৌজন্যে গিরিশ পার্কের রাস্তার সেই ‘ভাইরাল’ ভায়োলিন প্লেয়ার (Viral Violin Player) ভগবান মালীর (Bhagwan Mali) হাতে নতুন বেহালা তুলে দিলেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) সোমেন মিত্র (Somen Mitra)। এদিন তাঁকে লালবাজারের তরফে সংবর্ধিত করা হয়।
একপাশে স্ত্রী দাঁড়িয়ে আর তিনি এক মনে বাজিয়ে চলেছেন বেহালার তার। ভগবান মালীর এহেন বেহালা বাজানোর ভিডিয়ো প্রকাশ্যে আসতে তা ছড়িয়ে যায় মোবাইলে মোবাইলে। স্বস্তিকা মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুপম ইসলাম প্রমুখ খোঁজ নিয়েছেন ‘বেহালা বাজানো সেই লোকটা’র। লকডাউনের কলকাতায় স্ত্রীর সঙ্গে রাস্তাতে তাঁর সংসার। দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসা এই বেহালা বাদকের দু’বেলা দু’মুঠো জোগাড়ের তাগিদ সবাইকে নাড়া দেয়। এদিন কলকাতা পুলিশের তরফেও সম্মানিত করা হল ভগবান মালীকে।
এর আগে ভগবান মালীকে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইং ও রক্ষক ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সংবর্ধিত করা হয় আর এদিন এই জাত শিল্পীর হাতে নতুন বেহালা তুলে দিলেন পুলিশ কমিশনার।
আরও পড়ুন: ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা….
কলকাতার স্থায়ী বাসিন্দা নন এই বেহালা বাদক। তাঁর আসল বাড়ি মালদহে। মেয়ে থাকেন এই শহরেই। নাতনির ভূমিষ্ঠ হওয়ার খবর পেয়েই তিনি ছুটে এসেছিলেন কলকাতা শহরে। কিন্তু লকডাউনে ফেরা হয়ে ওঠেনি আর। অন্যদিকে এই কঠিন পরিস্থিতিতে কাজ হারান তাঁর জামাইও। পরিবারের মুখে সামান্য অন্ন তুলে দিতে তাই পথে পথে বেহালার সুর পরিবেশনাকেই হাতিয়ার করে নেন বেহালাবাদক। এহেন শিল্পীকে সংবর্ধিত করতে পেরে খুশি কলকাতার নগরপালও।