‘এসি রুমে বস সব ঠিক করা যায় না’, চাকরিহারাদের উপর কেন বলপ্রয়োগ করতে হল? বোঝালেন জাভেদ শামিম
Kolkata Police: বৃহস্পতিবার সন্ধ্যার পর আচমকা বিকাশ ভবন চত্বরের পরিস্থিতি পাল্টে যায়। চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ করে পুলিশ। আহত হন একাধিক আন্দোলনকারী। শুক্রবার পুলিশকর্তারা বোঝালেন কেন বলপ্রয়োগ করতে হল।

কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বিকাশ ভবন চত্বরে উত্তেজনা ছড়ালেও সন্ধ্যার পর পরিস্থিতি বদলে যায়। আচমকা চাকরিহারা আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। চলে লাঠিচার্জ। ইতিমধ্যেই পাল্টা অভিযোগ তুলে চাকরিহারাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এবার পুলিশ বোঝালো যে ঠিক কেন বলপ্রয়োগ করতে বাধ্য হল তারা?
এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, সারাদিন আন্দোলনে কোনও বাধা দেওয়া হয়নি, কিন্তু সন্ধ্যার পর যখন সরকারি কর্মীরা বাড়ি ফিরতে চেয়েছিলেন, তখনই বলপ্রয়োগ করতে হয় পুলিশকে।
পুলিশকর্তা জানান, অফিসের ভিতরে বয়স্করা ছিলেন, একজন সন্তানসম্ভবা মহিলা ছিলেন। তাঁরা বাইরে বেরনোর জন্য অনুরোধ করতে থাকেন। এরপরই তারা সক্রিয় হয় বলে দাবি পুলিশের।
সুপ্রতিম সরকার বলেন, “পুলিশ বলেছিল বাড়ি ফিরতে দিন। তারা পুলিশের উপর চড়াও হয়। আবার ধাক্কাধাক্কি শুরু করে। পুলিশের অনুনয়-বিনয়ে কর্ণপাত করা হয়নি। গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের নামে সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয়।” তাঁর আরও দাবি, আটকে থাকা সরকারি কর্মীদের বের করতে যেতেই আনা হয় ইঁট-বোতল। তখনই লপ্রয়োগ করতে হয়েছে পুলিশকে, যা স্বীকার করতে তাঁদের কোনও দ্বিধা নেই।
এই পরিস্থিতি সম্পর্কে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, “সরকারি কর্মীদের রাস্তা করে দেওয়ার জন্য গিয়েছিলাম আমরা। সেখানে গিয়ে বাধা পাই। সেটা সরানোর জন্য যেটুকু করার করেছি।” তাঁর দাবি, পুলিশ কখন, কোথায়, কী করবে, তার সবটা এসি রুমে বসে ঠিক করা যায় না। এটা একটা ডায়নামিক সিচুয়েশন বলে মন্তব্য করেন তিনি।





