Bhawanipur murder: হরিশ মুখার্জির স্ট্রিটের সেই দম্পতিকে খুন করেছিল কারা? ৮৭ দিনের মাথায় জমা পড়ল চার্জশিট

Bhawanipur murder: মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে একটি আবাসন থেকে উদ্ধার করা হয়েছিল ওই দম্পতির দেহ। মমতা নিজে গিয়েছিলেন ওই আবাসনে।

Bhawanipur murder: হরিশ মুখার্জির স্ট্রিটের সেই দম্পতিকে খুন করেছিল কারা? ৮৭ দিনের মাথায় জমা পড়ল চার্জশিট
খুন হওয়া সেই দম্পতি

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 05, 2022 | 10:31 PM

কলকাতা: ভবানীপুরের খুনের ঘটনায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। খুনের ঘটনার ৮৭ দিনের মাথায় সোমবার আলিপুর আদালতে সেই চার্জশিট পেশ করা হয়েছে। মূল অভিযুক্ত দীপেশ সহ মোট ছ’জনের নাম রয়েছে সেই চার্জশিটে। ২৫০ পাতার চার্জশিটে নাম রয়েছে বিশাল বর্মণ, যতীন মেহতা, রত্নাকর নাথ, সন্তোষ কুমার এবং সুবোধ সিং-এর। এই মামলায় মোট ৮০ সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে।

চলতি বছরের ৬ জুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই হরিশ মুখার্জি স্ট্রিটের একটি আবাসনে ওই ঘটনা ঘটে। উদ্ধার হয় গুজরাতি দম্পতির দেহ। মৃতরা হলেন, অশোক শাহ (৬০) ও রশ্মিতা শাহ (৫৫)। প্রথমেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রাথমিক রিপোর্টে পুলিশ জানতে পারে দুপুর ১টা থেকে ৩টের মধ্যে খুন করা হয়েছে ওই গুজরাতি দম্পতিকে। অশোক শাহের পেটের ডানদিকে ও গলায় ছিল ছুরির গভীর ক্ষত। তাঁর স্ত্রী রশ্মিতা শাহের মাথায় গুলি করা হয়েছিল পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছিল ৭ এমএম পিস্তলের গুলি ও গুলির খোল। তা দিয়েই খুন করা হয়েছিল বলে অনুমান করা হয়।

ঘটনার দু দিন পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় নিহত দম্পতির মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ঘটনার তদন্ত যে প্রায় শেষ, তা তিনিই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। ওই রাতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনদিনের মাথায় আরও দুজনকে গ্রেফতার করা হয়। তবে এই জোড়া খুনের ঘটনার মূল পান্ডা দীপেশ এখনও অধরা। তাঁর খোঁজ চালাচ্ছে লালবাজারের গোয়েন্দারা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, ৩০২ নম্বর ধারায় খুন, ৩৯৬ নম্বর ধারায় হত্যা-সহ ডাকাতি ৩৪ নম্বর ধারায় ষড়যন্ত্রের মামলা রুজু করেছে।