Kolkata: বুধ ও বৃহস্পতিতে তিলোত্তমার একাধিক রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ, বিশদে জেনে নিন
Temporary vehicle restrictions: আগামিকাল ১ জানুয়ারি কল্পতরু উৎসব। দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্যানবাটিতে ১ জানুয়ারি প্রচুর ভক্ত সমাগম হয়। সেই কথা মাথায় রেখে শহরের একাধিক রাস্তায় হবে যান নিমন্ত্রণ। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বিটি রোড ও কাশীপুর রোডে আগামিকাল ভোর ৪টে থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে না কোনও পণ্যবাহী গাড়ি।

কলকাতা: আজ (বুধবার) বছরের শেষ দিন। বর্ষবরণে মেতে উঠবেন তিলোত্তমাবাসী। স্বাভাবিকভাবে রাস্তায় মানুষের ভিড় উপচে পড়বে। আর সেই ভিড়ের কথা মাথায় রেখেই এদিন কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে লালবাজার। একাধিক রাস্তায় একটি নির্দিষ্ট সময় কোনও পণ্যবাহী গাড়ি চলবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে?
লালবাজারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ অর্থাৎ ৩১ ডিসেম্বর বিকেল ৪টে থেকে আগামিকাল অর্থাৎ ১ জানুয়ারি ভোর সাড়ে চারটে পর্যন্ত এবং ১ জানুয়ারি বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত এজেসি বোস রোড, চৌরঙ্গী রোড, ক্যাথিড্রাল রোড, গোষ্ঠ পাল সরণি, স্ট্র্যান্ড রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, এসপ্ল্যানেড ক্রসিং, দ্বিতীয় হুগলি সেতু এর এসপ্ল্যানেড রাম্প দিয়ে চলবে না কোনও পণ্যবাহী গাড়ি।
আগামিকাল ১ জানুয়ারি কল্পতরু উৎসব। দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্যানবাটিতে ১ জানুয়ারি প্রচুর ভক্ত সমাগম হয়। সেই কথা মাথায় রেখে শহরের একাধিক রাস্তায় হবে যান নিমন্ত্রণ। কলকাতা পুলিশের তরফে ট্র্যাফিক অ্যাডভাইজারি জারি করে জানানো হয়েছে, বিটি রোড ও কাশীপুর রোডে আগামিকাল ভোর ৪টে থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে না কোনও পণ্যবাহী গাড়ি। এছাড়াও রবীন্দ্র সরণি, কে কে টেগোর স্ট্রিট, বেলেঘাটা রোড, বিকে পাল অ্যাভিনিউ, বিটি রোড-দমদম ক্রসিং, কাশীপুর রোড, বিবেকানন্দ রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, এমজি রোডে চলবে না কোনও পণ্যবাহী গাড়ি। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পণ্যবাহী গাড়ি যেমন দুধের গাড়ির, ওষুধের গাড়ি, ফল-সবজির গাড়ি, এলপিজি সিলিন্ডার বহনকারী গাড়ি, অক্সিজেন বহনকারী গাড়ি-সহ জরুরি পরিষেবার যুক্ত অন্যান্য পণ্যবাহী গাড়িগুলিকে ছাড় দেওয়া হয়েছে।
