Kolkata Police: শওকত মোল্লার কনভয় তদন্তে তৎপর লালবাজার, রিপোর্ট দিতে নির্দেশ DC ইস্টকে

Kolkata Police: পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কারণ দুর্ঘটনায় ওই চালকও আহত হয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে ডিসি ট্রাফিক ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথরাও বলেন, “সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। লোকাল থানা তদন্ত করছে। তথ্য বেরোবে।”

Kolkata Police: শওকত মোল্লার কনভয় তদন্তে তৎপর লালবাজার, রিপোর্ট দিতে নির্দেশ DC ইস্টকে
শওকতের কনভয় দুর্ঘটনায় তদন্তImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 04, 2025 | 11:07 AM

কলকাতা: ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কনভয় তদন্তে তৎপর লালবাজার।কেন মেয়াদ উত্তীর্ণ গাড়ি সরকারি কনভয়ে ব্যবহার করা হচ্ছিল, তা নিয়ে জয়েন্ট সিপি ওয়ারলেসকে রিপোর্ট দিতে নির্দেশ লালবাজারের। কীভাবে কেন দুর্ঘটনা ঘটলো? যান্ত্রিক কী কী সমস্যা ছিল, তা নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ ডিসি ইস্টকে। কোন অফিসার এই গোটা বিষয়টি দেখেন, সেটাও জানতে চাওয়া হয়েছে। বলাইবাহুল্য ২৪ ঘণ্টা পর হলেও, লালবাজার এখন এই বিষয়টি নিয়ে তৎপর।

পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কারণ দুর্ঘটনায় ওই চালকও আহত হয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে ডিসি ট্রাফিক ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথরাও বলেন, “সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। লোকাল থানা তদন্ত করছে। তথ্য বেরোবে।”

জানা গিয়েছে, যে গাড়িটি কনভয়ে ব্যবহার করা হচ্ছিল, সেটা ১৬ বছরের পুরনো।  মোটর ভেহিকেলসের তরফ থেকে সেই গাড়িটিকে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। তারপরও কলকাতা পুলিশের পাইলট কার হিসাবে কীভাবে চলছিল গাড়িটি?  প্রশ্ন বিরোধীদের।

এই গাড়িটিতে যে যান্ত্রিক গোলোযোগ ছিল, তা স্বীকার করে নিয়েছেন বিধায়ক শওকত মোল্লা। TV9 বাংলাকে ফোনে তিনি বলেন, “গাড়িটার ব্রেক ফেল হয়ে যায়, তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার জেরে দুর্ঘটনা।” প্রসঙ্গত, গত মঙ্গলবার বিধায়কের কনভয়ের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। পরিবারের এক মাত্র রোজগেরে ছিলেন তিনি। পরিবার ক্ষোভ উগরে দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত শওকত মোল্লা কিংবা তাঁর কোনও প্রতিনিধি নিহতের পরিবারের সঙ্গে দেখা করেননি বা কোনও আর্থিক সাহায্য দেওয়ার কথাও জানাননি।