Kolkata Police: টুকলি করছে অফিসাররা! ‘বাংলায় এটাই নিউ নর্ম্যাল’, খোঁচা বিজেপির

Kolkata Police: জানা গিয়েছে, কাজের পাশাপাশি আইন বিষয়ক পড়াশোনার জন্য রাজ্য সরকারের মদতে কলকাতা পুলিশের কর্মীদের জন্য তৈরি হয় এই আইন কলেজ। যেখানে মূলত ভর্তি হয়ে থাকেন কলকাতা পুলিশের কর্মরত বা অবসরপ্রাপ্ত পুলিশকর্মীরাই।

Kolkata Police: টুকলি করছে অফিসাররা! বাংলায় এটাই নিউ নর্ম্যাল, খোঁচা বিজেপির
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 08, 2025 | 7:24 AM

কলকাতা: টুকলি করছেন খোদ পুলিশকর্তারা। তা নিয়ে বেনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারি খোদ কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট কর্তৃপক্ষের।

কী হয় এই প্রতিষ্ঠানে?

জানা গিয়েছে, কাজের পাশাপাশি আইন বিষয়ক পড়াশোনার জন্য রাজ্য সরকারের মদতে কলকাতা পুলিশের কর্মীদের জন্য তৈরি হয় এই আইন কলেজ। যেখানে মূলত ভর্তি হয়ে থাকেন কলকাতা পুলিশের কর্মরত বা অবসরপ্রাপ্ত পুলিশকর্মীরাই। বৃহস্পতিবার সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে পরীক্ষায় বেনিয়মে অভিযোগ তুলে নিষেধাজ্ঞা জারি করল এই আইন শিক্ষা প্রতিষ্ঠান।

কী অভিযোগ তাদের?

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, বেশ কিছু ‘পুলিশ’ পরীক্ষার্থী ‘টুকলি’ করছেন। তাই এবার থেকে বই, স্টাডি মেটিরিয়াল, নোট অথবা ইলেট্রনিক গেজেট যেমন, স্মার্ট ওয়াচ বা ঘড়ি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

উল্লেখ্য, সাধারণভাবেই রাজ্যের অফিসার, এমনকী কলকাতা পুলিশের বড় বড় কর্তারা এই পরীক্ষা দিয়ে থাকেন। এবার সেই পরীক্ষার্থীদের বিরুদ্ধেই বেনিয়মে অভিযোগ তুলল কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের কর্তৃপক্ষ।

ইতিমধ্য়েই এই নিষেধাজ্ঞাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ফেলেছে বিজেপি। এদিন পদ্ম নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, ‘টোকার রাজ‍্য পশ্চিমবঙ্গ। কর্মরত আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস এবং কলকাতা পুলিশের অফিসারদের জন‍্য এলএলবি ডিগ্রি দিতে আইন কলেজ খুলেছে কলকাতা পুলিশ। তার পরীক্ষা চলছে। আমলা-অফিসাররা এত টুকছেন যে কলেজের অধ্যক্ষ নোটিস জারি করে টুকলি বন্ধ করার অনুরোধ করেছেন। রাজ‍্যে যখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে তখন পরীক্ষার্থীদের টোকা বন্ধ করতে যে আমলা-পুলিশ খুব কড়া, তারা নিজেদের পরীক্ষায় ফেলে টুকছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এটাই নিউ নর্ম্যাল।’