AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Navami: রামনবমীতে কলকাতায় ৪২ মিছিল, সজাগ পুলিশও

Ram Navami: কয়েকটি বড় জমায়েতের মিছিলও রয়েছে। জানা যাচ্ছে, হেস্টিংস থেকে ওয়াটগঞ্জের দিকে যে মিছিলটি হবে ও কাশীপুরে যে মিছিলটি হবে, সেগুলিতে জমায়েত বেশি হবে।

Ram Navami: রামনবমীতে কলকাতায় ৪২ মিছিল, সজাগ পুলিশও
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 10:55 PM
Share

কলকাতা: বৃহস্পতিবার রামনবমী (Ram Navami)। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে আগামিকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত ছোট-বড় শোভাযাত্রা ও মিছিল আয়োজিত হবে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামিকাল রাজ্যের বিভিন্ন প্রান্ত মিলিয়ে প্রায় এক কোটি মানুষ রামনবমীর মিছিল ও শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। এক হাজার বড় মিছিল, দশ হাজার ছোট মিছিল হবে বলে জানিয়েছেন তিনি। তার মধ্যে কলকাতাতেও বেশ কিছু মিছিল ও শোভাযাত্রা হবে। লালবাজার সূত্রে খবর, আগামিকাল রামনবমী উপলক্ষে শহরে প্রায় ৪২ টি মিছিল হওয়ার কথা রয়েছে। এর মধ্যে কয়েকটি বড় জমায়েতের মিছিলও রয়েছে। জানা যাচ্ছে, হেস্টিংস থেকে ওয়াটগঞ্জের দিকে যে মিছিলটি হবে ও কাশীপুরে যে মিছিলটি হবে, সেগুলিতে জমায়েত বেশি হবে।

রামনবমীর মিছিলের আগে তাই প্রস্তুত কলকাতা পুলিশও। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়িয়ে রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয়, তা নিশ্চিত করে প্রতিটি মিছিলে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানা যাচ্ছে। লালবাজার সূত্রে খবর, এছাড়াও বেশ কয়েক জায়গায় নজরদারির দায়িত্বে থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদা অফিসার। ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসাররাও দায়িত্বে থাকবেন নিজ এলাকায়।

উল্লেখ্য, কলকাতা পুলিশের তরফে যে কোনও উৎসবের সময়েই কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। দুর্গাপুজো হোক বা বড়দিনের মরশুমে, কিংবা ছটপুজোর সময়… যখন কলকাতায় প্রচুর মানুষের ভিড় নামে, সেই সময়ও পুলিশের তরফে নজরদারি বাড়াতে দেখা যায়। উৎসবের মরশুমে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে সবসময়ই তৎপর থাকে কলকাতা পুলিশ। এবার রামনবমীর মিছিল উপলক্ষেও সেই মতো নিরাপত্তার ব্যবস্থা করছে কলকাতা পুলিশ।

প্রসঙ্গত, আগামিকাল সকাল ৭টা নাগাদ মধ্য হাওড়ার শ্যামশ্রী মোড় থেকে হাওড়া রামরাজাতলা রাম মন্দির পর্যন্ত একটি মিছিল হাওয়ার কথা রয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে মিছিলে থাকবেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষরা। অন্যদিকে বিকেল ৪টে নাগাদ অপর একটি মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই মিছিলটি হাওড়া রামরাজাতলার শংকর মোড় থেকে শুরু হয়ে নেতাজি সুভাষ রোড হয়ে যাবে হাওড়া ময়দান পর্যন্ত । উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রামনবমীর মিছিলে বাধা দেওয়া হবে না। তবে গন্ডগোল হলে পদক্ষেপ করা হবে।