
কলকাতা: ছুটির শনিবারেও বিধানসভায় পুলিশ। বিধানসভায় বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলেছে তৃণমূল। সেই মামলার তথ্য সংগ্রহের জন্য এদিন বিধানসভায় যান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।
শনিবার বিধানসভায় ছুটি থাকে। তবে এদিন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করতে এসেছেন। তাছাড়াও আম্বেদকর মূর্তি থেকে বিধানসভার গাড়ি বারান্দার দূরত্ব কতটা তাও খতিয়ে দেখেন তাঁরা। কারণ, আম্বেদকরের মূর্তির পাদদেশেই ধরনায় বসেছিলেন তৃণমূলের বিধায়করা। আর সে সময় গাড়ি বারান্দায় ছিলেন বিজেপি বিধায়করা।
সেই গাড়ি বারান্দা থেকেই তাঁরা জাতীয় সঙ্গীত অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। কলকাতা পুলিশের সায়েন্টিফিক বিভাগ এই সব জায়গার ছবি তোলে। কলকাতা পুলিশের একাধিক আধিকারিক এসেছেন। মূল অভিযোগ যেহেতু হেয়ার স্ট্রিট থানায়, সেখানকারও তদন্তকারী আধিকারিক এসেছিলেন এদিন। খতিয়ে দেখেন বিধানসভার অন্দরের সিসিটিভি ফুটেজও।
অন্যদিকে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা আগামী সোমবার ও মঙ্গলবার দুই দফায় বিজেপির মোট ৮ জন বিজেপি বিধায়ককে তলব করেছে। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে এই তলব। সোমবার ডাকা হয়েছে বাঁকুড়ার নীলাদ্রিশেখর দানা, শিলিগুড়ির শঙ্কর ঘোষ, পুরুলিয়ার সুদীপকুমার মুখোপাধ্যায়, মাদারিহাটের মনোজ টিজ্ঞা ও ফালাকাটার দীপক বর্মনকে। মঙ্গলবার ডাকা হয়েছে তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, শালতোড়ার চন্দনা বাউরি ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে।