
কলকাতা: বিভিন্ন সময় সোনার দোকানগুলিকে টার্গেট করে ডাকাত দল। সোনার দোকানে ডাকাতির ঘটনাও সামনে আসে। তাই, নিরাপত্তার জন্য বিভিন্ন সোনার দোকান নিরাপত্তারক্ষী নিয়োগ করে। কিন্তু, সেই নিরাপত্তারক্ষীদের বন্দুকের লাইসেন্সই যদি জাল হয়? ভাবছেন এমনও হয় নাকি। সত্যিই এমন হয়েছে কলকাতার এক নামী স্বর্ণালঙ্কার সংস্থায়। ওই সংস্থার নিয়োগ করা তিন নিরাপত্তারক্ষীর কাছ থেকে অস্ত্রের জাল লাইসেন্স পাওয়া গেল। জাল লাইসেন্স রাখার অভিযোগে কলকাতা পুলিশের এসটিএফ তিন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল। তাঁদের কাছ থেকে জাল লাইসেন্স, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করেছে এসটিএফ।
পুলিশ জানিয়েছে, একটি অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে তারা। তারপরই ওই স্বর্ণালঙ্কার সংস্থার তিন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম দীনেশ মাহালি, রাজু সর্দার এবং বিশ্বজিৎ সরকার। বছর পঁয়তাল্লিশের দীনেশের বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায়। বছর সাঁইত্রিশের রাজুর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট এলাকায়। আর বছর চল্লিশের বিশ্বজিৎ সরকারের বাড়ি নদিয়ার চাকদহ থানা এলাকায়।
ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের জাল শংসাপত্র, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের জাল শংসাপত্র দেখিয়ে নিয়োগকারী সংস্থাকে নিরাপত্তারক্ষীরা প্রতারণা করেছেন বলে পুলিশের বক্তব্য। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। তাঁদের ২২ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে, ওই স্বর্ণালঙ্কার সংস্থার বিভিন্ন স্টোরে মোতায়েন ১৩ জন নিরাপত্তারক্ষীর কাছ থেকে ১৩টি লাইসেন্স, ১১টি বন্দুক ও ৪৯ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। আরও তদন্তের স্বার্থে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।